Game

1 hour ago

India gets its 92nd Chess Grandmaster: আরিয়ান ভার্শনি ভারতের ৯২তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন

India’s 92nd Chess Grandmaster  Aaryan Varshney
India’s 92nd Chess Grandmaster Aaryan Varshney

 

নয়া দিল্লি, ১৭ জানুয়ারি : শুক্রবার আরিয়ান ভার্শনি ৯২তম ভারতীয় হিসেবে দাবা গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। ২১ বছর বয়সী আরিয়ান আর্মেনিয়ায় এক রাউন্ড বাকি থাকতেই আন্দ্রানিক মার্গারিয়ান মেমোরিয়াল খেতাব জিতেছেন, যা তার গ্র্যান্ডমাস্টার খেতাব নিশ্চিত করেছে। আর্মেনিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে তিনি এফএম টাইহরান আমবার্টসুমিয়ানের বিপক্ষে ড্র করে তার তৃতীয় এবং শেষ জিএম নর্ম নিশ্চিত করেন। আরিয়ান, যিনি দিল্লির ছেলে, তিনি ভারতের রাজধানী থেকে অষ্টম গ্র্যান্ডমাস্টার, সঙ্গে পরিমার্জন নেগি, অভিজিৎ গুপ্ত, শ্রীরাম ঝা, বৈভব সুরি, সহজ গ্রোভার, আরিয়ান চোপড়া এবং পৃথু গুপ্তা।

You might also like!