Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

16 hours ago

Flipkart Republic Day Sale 2026: ফ্লিপকার্টে আসছে ‘রিপাবলিক ডে সেল’, ১৭ জানুয়ারি থেকেই মিলবে দুর্দান্ত ছাড়

Flipkart Republic Day Sale 2026
Flipkart Republic Day Sale 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই নতুন পরিকল্পনা আর কেনাকাটার তোড়জোড়। আর সেই কেনাকাটাকে আরও সাশ্রয়ী করে তুলতে প্রতিবছরের মতো এ বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ সেলের আয়োজন করতে চলেছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। বহু প্রতীক্ষিত ‘রিপাবলিক ডে সেল’ শুরু হচ্ছে আগামী ১৭ জানুয়ারি থেকে, যা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যে মিলবে আকর্ষণীয় ছাড়। তবে ফ্লিপকার্ট প্লাস সদস্যদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। তাঁরা সাধারণ ক্রেতাদের তুলনায় ২৪ ঘণ্টা আগেই অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই এই সেলের অফার উপভোগ করতে পারবেন।

ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে মিলবে ১০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ছাড়। এর পাশাপাশি থাকছে সহজ EMI সুবিধাও। ফ্লিপকার্ট ব্ল্যাক মেম্বারদের জন্য থাকছে এক্সক্লুসিভ ডিল ও অতিরিক্ত সুবিধা। সর্বাধিক ছাড় পেতে ক্রেতারা নজর রাখতে পারেন ‘রাশ আওয়ার ডিল’, ‘টিক-টক ডিল’, ‘জ্যাকপট ডিল’ ও ‘স্টিল ডিল’-এর মতো বিশেষ অফারগুলির দিকে। ইতিমধ্যেই ফ্লিপকার্টের ‘রিপাবলিক ডে সেল’-এর মাইক্রোসাইট লাইভ হয়ে গিয়েছে, যেখানে সেল সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানা যাবে।

স্মার্টফোনের ক্ষেত্রে Redmi Note 15, Poco M8 5G এবং Oppo Reno 15 সিরিজের মতো নতুন লঞ্চ হওয়া ডিভাইসগুলিতে উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও Xiaomi, Motorola, Poco, Vivo এবং Google Pixel-এর মতো ব্র্যান্ডগুলিতে ভারী ছাড়ের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্চে, বিশেষ অফারে পাওয়া যাবে iPhone 16। অন্যদিকে, এয়ার কন্ডিশনার, টিভি এবং ফ্রিজের উপরও মিলবে বড় ছাড়। এই সামগ্রীগুলির ক্ষেত্রে ‘অফ-সিজন’ মূল্যের সুবিধাও নিতে পারবেন ত্রেতারা। অনলাইন শপিংপ্রেমীদের জন্য তাই প্রজাতন্ত্র দিবসের আগেই বড়সড় কেনাকাটার সুযোগ এনে দিচ্ছে ফ্লিপকার্টের এই বিশেষ ‘রিপাবলিক ডে সেল’

You might also like!