Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

16 hours ago

Ajit Doval: ভারত অবশ্যই উন্নত হবে, আশাবাদী অজিত দোভাল

Ajit Doval
Ajit Doval

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : ভারত অবশ্যই উন্নত হবে, আশাবাদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শনিবার বিকশিত ভারত ইয়ং লিডার্স সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, "আমি আমার যৌবন ভুলে গেছি, আর তোমাদের যৌবন এতটাই বদলে গেছে যে, আমি অনেক কিছু সম্পর্কেও অবগত নই। কিন্তু একটা জিনিস উভয়ের মধ্যেই খুব সাধারণ: সেটা হলো তোমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ভারত অবশ্যই বিকশিত হবে। ভারত, প্রধানমন্ত্রী মোদী যে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই গতিতেই বিকশিত হবে। এমনকি যদি এটি অটোপাইলটে চলে, তবুও দেশ বিকশিত হবে। কিন্তু প্রশ্ন হল: এই বিকশিত ভারতকে কে নেতৃত্ব দেবে? একজন নেতার সবচেয়ে বড় শক্তি হল সঠিক সিদ্ধান্ত নেওয়া। তাঁরা সময়মতো সিদ্ধান্ত নেয় এবং পূর্ণ বিশ্বাস এবং দৃঢ়তার সঙ্গে সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করে। তাই আপনারা যদি উন্নত ভারতের নেতা হতে চান, বিজ্ঞান, প্রযুক্তি, নিরাপত্তা - যে কোনও ক্ষেত্রেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এখন থেকে আপনাকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকাশ করতে হবে।"

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, "আমাদের সভ্যতা অত্যন্ত উন্নত ছিল। আমরা কারও মন্দির ধ্বংস করিনি। আমরা কোথাও লুটপাট করিনি। বাকি বিশ্ব যখন খুব পিছিয়ে ছিল, তখন আমরা কোনও দেশ বা কোনও বিদেশীকে আক্রমণ করিনি। কিন্তু আমাদের নিরাপত্তা এবং নিজেদের প্রতি হুমকি কী তা আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। ইতিহাস আমাদের একটি শিক্ষা দিয়েছে যখন আমরা তাদের প্রতি উদাসীন ছিলাম। আমরা কি সেই শিক্ষা শিখেছি? আমরা কি সেই শিক্ষা মনে রাখব? ভবিষ্যৎ প্রজন্ম যদি সেই শিক্ষা ভুলে যায়, তাহলে এটি হবে এই দেশের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি।"

You might also like!