Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 day ago

Taapsee Pannu: ‘আমি কারও অনুকরণ নই’— বলিউড যাত্রা নিয়ে অকপট তাপসী

Taapsee Pannu
Taapsee Pannu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  যে কোনও কর্মক্ষেত্রেই বহিরাগত হয়ে নিজের জায়গা তৈরি করা সহজ নয়, আর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তা আরও কঠিন। সেই কঠিন পথ পেরিয়েই আজ বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী তাপসী পান্নু। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে তিনি একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে নিজেকে বারবার প্রমাণ করেছেন। তবে তাঁর এই সাফল্যের যাত্রা মোটেই মসৃণ ছিল না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বলিউড সফর নিয়ে মুখ খুলেছেন তাপসী। অভিনেত্রীর কথায়, এই যাত্রাপথ কখনোই সহজ হবে না তবে তুমি যদি চাও যেটা কেউ কখনো পায়নি তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা কেউ কখনো করেনি। আমাকে এইটুকু মাথায় রাখতে হবে যে আমার কাজ পরবর্তী প্রজন্মের জন্য তাই আমি যাই করি না কেন জীবনের প্রতিটি পর্যায়ে সেটা মেনে নিতে সক্ষম হওয়া উচিত। তাপসী স্পষ্ট জানান, তিনি কারও অনুকরণ করতে আসেননি। তাঁর মতে, কাউকে কপি করে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। প্রত্যেক মানুষের মধ্যেই আলাদা স্বকীয়তা রয়েছে, আর সেই নিজস্ব কণ্ঠস্বর খুঁজে বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবেই মানুষের মনে স্থায়ী ছাপ ফেলা যায় বলে মনে করেন অভিনেত্রী। 

চরিত্র বাছাইয়ের প্রসঙ্গে তাপসী জানান, কেরিয়ারের শুরুতে দক্ষিণী ছবিতে কাজ করার সময় তিনি প্রায় সব অফারই গ্রহণ করতেন। পরে বুঝতে পারেন, এই পথ সঠিক নয়। ব্যর্থতা আসবেই, কিন্তু সেখানেই থেমে গেলে চলবে না— এমনটাই বিশ্বাস তাঁর। ‘পিঙ্ক’, ‘মুল্ক’, ‘মনমর্জিয়া’, ‘মিশন মঙ্গল’, ‘সান্দ কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’ কিংবা ‘ডাঙ্কি’— একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তাপসী। শেষবার তাঁকে দেখা গিয়েছিল মুদাসসার আজিজ পরিচালিত ‘খেল খেল মে’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমারসহ একাধিক তারকা।  

You might also like!