
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: যে কোনও কর্মক্ষেত্রেই বহিরাগত হয়ে নিজের জায়গা তৈরি করা সহজ নয়, আর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তা আরও কঠিন। সেই কঠিন পথ পেরিয়েই আজ বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী তাপসী পান্নু। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে তিনি একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে নিজেকে বারবার প্রমাণ করেছেন। তবে তাঁর এই সাফল্যের যাত্রা মোটেই মসৃণ ছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বলিউড সফর নিয়ে মুখ খুলেছেন তাপসী। অভিনেত্রীর কথায়, এই যাত্রাপথ কখনোই সহজ হবে না তবে তুমি যদি চাও যেটা কেউ কখনো পায়নি তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা কেউ কখনো করেনি। আমাকে এইটুকু মাথায় রাখতে হবে যে আমার কাজ পরবর্তী প্রজন্মের জন্য তাই আমি যাই করি না কেন জীবনের প্রতিটি পর্যায়ে সেটা মেনে নিতে সক্ষম হওয়া উচিত। তাপসী স্পষ্ট জানান, তিনি কারও অনুকরণ করতে আসেননি। তাঁর মতে, কাউকে কপি করে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। প্রত্যেক মানুষের মধ্যেই আলাদা স্বকীয়তা রয়েছে, আর সেই নিজস্ব কণ্ঠস্বর খুঁজে বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবেই মানুষের মনে স্থায়ী ছাপ ফেলা যায় বলে মনে করেন অভিনেত্রী।
চরিত্র বাছাইয়ের প্রসঙ্গে তাপসী জানান, কেরিয়ারের শুরুতে দক্ষিণী ছবিতে কাজ করার সময় তিনি প্রায় সব অফারই গ্রহণ করতেন। পরে বুঝতে পারেন, এই পথ সঠিক নয়। ব্যর্থতা আসবেই, কিন্তু সেখানেই থেমে গেলে চলবে না— এমনটাই বিশ্বাস তাঁর। ‘পিঙ্ক’, ‘মুল্ক’, ‘মনমর্জিয়া’, ‘মিশন মঙ্গল’, ‘সান্দ কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’ কিংবা ‘ডাঙ্কি’— একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তাপসী। শেষবার তাঁকে দেখা গিয়েছিল মুদাসসার আজিজ পরিচালিত ‘খেল খেল মে’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমারসহ একাধিক তারকা।
