Entertainment

21 hours ago

Shraddha Kapoor: প্রেমে সিলমোহরের পর বিয়ের পথে শ্রদ্ধা? নেটদুনিয়ায় মন্তব্য ঘিরে জোর চর্চা

Shraddha Kapoor with Rahul Mody
Shraddha Kapoor with Rahul Mody

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  লেখক রাহুল মোদির সঙ্গে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। মাসখানেক আগে সেই জল্পনায় কার্যত সিলমোহর দেন অভিনেত্রী নিজেই। এরপর থেকেই অনুরাগীদের কৌতূহল একটাই— কবে বিয়ের পিঁড়িতে বসছেন ‘শক্তিকন্যা’? এবার সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তরেই মুখ খুললেন শ্রদ্ধা, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিজ্ঞাপনী প্রচারমূলক ভিডিও পোস্ট করেন শ্রদ্ধা কাপুর। ভিডিওটির কমেন্ট বক্সে এক অনুরাগী সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন— ‘আপনি কবে বিয়ে করবেন?’ সাধারণত এই ধরনের প্রশ্ন এড়িয়ে যান তারকারা। কিন্তু এবার ব্যতিক্রমী শ্রদ্ধা। অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ‘আমি অবশ্যই বিয়ে করব।’ শ্রদ্ধার এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এই মন্তব্যের পর থেকেই নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পর এবার খুব বেশি দেরি নেই বিয়ের ঘণ্টাধ্বনি শোনার। যদিও বিয়ের সময় বা প্রস্তুতি নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। 


প্রসঙ্গত, ২০২৪ সাল থেকেই শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির সম্পর্ক নিয়ে চর্চা চলেছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বারবার। কখনও অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানে, কখনও ডিনার ডেটে, আবার কখনও ছবির বিশেষ স্ক্রিনিংয়ে একসঙ্গে ধরা দিয়েছেন দু’জনে। এসব উপস্থিতিই সম্পর্কের জল্পনাকে আরও উসকে দিয়েছে। কাজের দিক থেকে বর্তমানে শ্রদ্ধা ব্যস্ত ‘ইথা’ ছবির শুটিংয়ে, যা শেষ হওয়ার কথা চলতি বছরের মার্চ মাসে। এরপর এপ্রিলে ‘নাগিন’ ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও যে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রদ্ধা, তা বলা বাহুল্য। 



You might also like!