Life Style News

1 day ago

Travel Essentials: শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান? ব্যাগে রাখতে ভুলবেন না এই জরুরি প্রসাধনীগুলি

Must-Have Makeup for Your Travels
Must-Have Makeup for Your Travels

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অফিস থেকে ছুটি মিলেছে, মনও ছুটির মুডে। পাহাড় হোক বা সমুদ্র—ভ্রমণের পরিকল্পনা পাকা হলে ব্যাগ গোছানোই সবচেয়ে বড় কাজ। অনেকেই ভাবেন, শুধু একটি ময়েশ্চারাইজিং ক্রিম থাকলেই যথেষ্ট। কিন্তু শীতের দিনে বাইরে ঘুরতে গেলে ত্বক ও চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি। তাই ট্রাভেল ব্যাগে কয়েকটি প্রয়োজনীয় প্রসাধনী অবশ্যই রেখে দিন।

* হ্যান্ড ক্রিম- হাতে বলিরেখা পড়ে সহজেই। আমরা ত্বকের প্রতি যতটা যত্ন নিই, হাতের প্রতি ততটা নয়! তাড়াহুড়ো থাকলে এক একদিন হাতে ময়েশ্চারাইজ়ার না মেখেই বেরিয়ে পড়তে হয়। তাই সঙ্গে একটা হ্যান্ড ক্রিমের ছোট প্যাক থাকলে তা প্রয়োজনমতো মেখে নিতে পারবেন। শীতের সময়ে মুখে ও হাতের ত্বকে টান ধরে বেশি। তাই হাত ধুয়ে হ্যান্ড ক্রিম মেখে নিলে হাত কোমল আর নরম থাকবে।

* ফেস মিস্ট- বাইরে সারা দিন ঘোরাঘুরি করলে মুখ তেলেতেলে হয়ে যায়। তৈলাক্ত ভাব দূর করতে সব সময় মুখ ধুতে ইচ্ছা করে। আবার বাতাসে যদি আর্দ্রতা কম থাকে, তা হলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গিয়ে জ্বালা করে। ত্বকের আর্দ্রতা কমে যায়। তাই ব্যাগে রেখে দিন ফেস মিস্ট। প্রয়োজনে মুখে স্প্রে করে নিন। ত্বক তরতাজা দেখাবে।

* লিপ বাম- শীতের দিনে ত্বক শুষ্ক হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। আর ত্বক শুকিয়ে যাওয়ার প্রথম প্রভাবটা পড়ে ঠোঁটের উপর। ঠোঁট ফাটতে শুরু করে। কাজেই অফিসের ডেস্কে একটা লিপ বাম রেখে দিন। এটি মাখলে ঠোঁট নরম ও আর্দ্র থাকবে।

* ওয়েট টিস্যু- সারা দিন ঘোরাঘুরি করলে ত্বকে কালচে ছোপ পড়ে যায়। কাজল ঘেঁটে গিয়ে অপরিষ্কার ভাব আসে মুখে। তাই ব্যাগে অবশ্যই রাখুন ওয়েট টিস্যু। মুখ মোছা, প্রয়োজনে হাত মোছার কাজেও লাগতে পারে।

* কমপ্যাক্ট- সারা দিন ঘোরার পরে মেকআপ যদি কিছুটা উঠেও যায়, সমস্যা নেই। ব্যাগে একটা কমপ্যাক্ট পাউডার রেখে দিলেই হবে। হালকা করে পাউডার লাগিয়ে নিলেই মুখ তরতাজা দেখাবে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ক্রিম ব্লাশ ব্যবহার করতে পারেন।

* কনসিলার- অতিরিক্ত পরিশ্রম, ঘোরাঘুরির ক্লান্তিতে চোখের নীচে কালচে ছোপ পড়ে যায়। তা লুকোনোর জন্য যে কনসিলার ব্যবহার করেন, সেটা অবশ্যই থাক ব্যাগে। ভারী মেকআপ যাঁদের পছন্দ নয়, তাঁরা শুধু কাজল আর হালকা লিপস্টিক ব্যবহার করলেও ভাল লাগবে।

You might also like!