West Bengal

1 day ago

Mamata Banerjee on SIR: বিজেপির আইটি সেল দিয়ে অ্যাপ বানানোর অভিযোগ, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Mamata’s Statement on Bengal SIR
Mamata’s Statement on Bengal SIR

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগরের ‘গঙ্গাসাগর সেতু’ উদ্বোধন করতে সোমবার মেলা স্থলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি বাংলায় চলা এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন,  ‘এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন।’ মানুষের সঙ্গে হিয়ারিংয়ের নামে হয়রানি করা হচ্ছে, প্রবীণ, অন্তঃসত্ত্বা ও অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে ঠান্ডার মধ্যে। তিনি বলেন, “৫৪ লক্ষেরও বেশি মানুষের নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে, অথচ তাদের অধিকার ছিল ৭ নম্বর ও ৮ নম্বর ফর্ম পূরণের।”

মমতা আরও অভিযোগ করেন যে, নাম বাদ দেওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, হোয়াটসঅ্যাপে ভোট সংক্রান্ত কাজ চলছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আইটি সেল যুক্ত হয়ে অ্যাপ তৈরি করেছে, যা তিনি ‘অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন। প্রশাসনিক প্রধান এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবার হুঁশিয়ারিও দেন। প্রয়োজনে তিনি নিজে সরাসরি শুনানিতে অংশ নেবেন বলেও জানান। 

মঙ্গলবার অর্থাৎ আজ গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে মানুষের হয়রানি নিয়ে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, ”ভুলভাল করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে।” শুধু তাই নয়, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ তৈরি করেছে বলেও অভিযোগ প্রশাসনিক প্রধানের। তিনি বলেন, ”যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এভাবে চলতে পারে না।” অপরদিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতিও নিশ্চিত করেছেন মমতা। তিনি জানান, পর্যাপ্ত বেড, হাসপাতাল, ডাক্তার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা হয়েছে। পরিবহনও সুষ্ঠুভাবে পরিচালিত হবে—একই টিকিটে পর্যাপ্ত বাসে যাত্রা করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে মেলার সব আয়োজন নিরাপদ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হবে।


You might also like!