Life Style News

1 hour ago

Enhance Intimacy: শীতের ঠান্ডায় প্রেমের আগুন জ্বালান, জানুন ঘনিষ্ঠতা বাড়ানোর কৌশল

Intimacy in winter
Intimacy in winter

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শীতকাল মানেই আনন্দ, উৎসব আর অবসরের মজা। তবে কনকনে ঠান্ডায় শারীরিক ঘনিষ্ঠতা অনেক সময়ই যেন একটু অস্বস্তিকর হয়ে ওঠে। শরীরের উষ্ণতা যতই টানুক, আড়ষ্টতা আর ক্লান্তি মনকে পিছিয়ে দেয়। প্রিয়জনকে কাছে টানার ইচ্ছে থাকলেও মুহূর্তের দ্বিধা এসে দাঁড়ায় মাঝখানে। তবু যৌনতা বিশেষজ্ঞদের মতে, শীতের দীর্ঘ রাত আসলে সম্পর্কের নতুন রোমাঞ্চ খোঁজার সেরা সময়। সামান্য যত্ন আর মানসিক প্রস্তুতিই ঠান্ডাকে হার মানিয়ে ঘনিষ্ঠতাকে করে তুলতে পারে আরও গভীর ও উপভোগ্য।

পোশাক পরেই যৌনতা: প্রথমেই মাথায় রাখুন, পোশাক যতটা সম্ভব না খুলেই যৌনতা শীতে অন্য আমেজ এনে দিতে পারে। আপনার প্রাথমিক লক্ষ্যই হবে, সঙ্গীকে আবরণহীন না করে তাঁর শরীরের ঘনিষ্ঠ হওয়ার। ধীরে ধীরে শরীর উষ্ণ হবে। পাশাপাশি সঙ্গীকে নগ্ন দেখার আকাঙ্ক্ষা আপনাকে আরও উত্তেজিত করে তুলবে।

মেতে উঠুন মজাদার ফোরপ্লেতে: সঙ্গমের আগে দীর্ঘ ফোরপ্লে করুন। সেই সঙ্গে ঘর অন্ধকার করে একসঙ্গে অনেকগুলি মোমবাতি জ্বালিয়ে দিতে পারেন। একটা অন্য আমেজ তৈরি হবে। একে অপরের শরীর নিয়ে খেলতে খেলতে হারিয়ে যাবেন অন্য দুনিয়ায়।

নানা ধরনের পজিশন ট্রাই করুন: চিরকালীন ‘মিশনারি’ পজিশন তো আছেই। এর পাশাপাশি নানা ধরনের পজিশন ট্রাই করতে পারেন। অবশ্যই পরস্পরের সম্মতিতেই। এর মধ্যে স্পুনিং অর্থাৎ পুরুষটির কোলে মহিলাটি বসে থাকা অবস্থায় সঙ্গম দ্রুত দু’জনকেই উত্তেজিত করবে দ্রুত। এছাড়াও স্পুনিং পজিশনটিও ট্রাই করতে পারেন।

মোজা পরেই মাতুন যৌনতায়: শীতের কনকনে ঠান্ডায় পায়ে মোজা পরে যৌনতায় মেতে উঠতে পারেন। এতে শরীর পাবে এক নতুন মজা। তবে খুব ঠান্ডা না থাকলে এটাকে প্রাধান্য না দেওয়াই ভাল।

You might also like!