International

2 hours ago

Vondelkerk fire Amsterdam: আমস্টারডামে দেড়শো বছরের প্রাচীন চার্চে আগুন, আতঙ্ক

Vondelkerk fire Amsterdam
Vondelkerk fire Amsterdam

 

আমস্টারডাম, ১ জানুয়ারি : নতুন বছরকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন অনেকে। সেসময়ে আচমকাই দেড়শো বছরেরও বেশি প্রাচীন চার্চে আগুন লেগে যায়। বৃহস্পতিবার ভোররাতে নেদারল্যান্ডসের আমস্টারডামের ভন্ডেলকার্ক চার্চের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন এতটাই তীব্র যে আঞ্চলিক জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকল। তবে কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি এখনও।

জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। ততক্ষণে হাওয়ায় উড়তে শুরু করেছে জ্বলন্ত কাঠের পোড়া টুকরো। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন পুরোদমে জ্বলছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল কর্মীদের অনুমান, আতশবাজির স্ফুলিঙ্গ থেকেই আগুন লেগে যায়। পুরো চার্চটিই কাঠের তৈরি। ফলে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হবে। প্রাথমিকভাবে আতশবাজি থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান করা হলেও, নিশ্চিত করে কিছু বলা যায়নি।

You might also like!