তেহরান, ১৩ জানুয়ারি : ইরানের গণ বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬-এ পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে একটি মানবাধিকার সংগঠন সূত্রে খবর। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ সেখানকার প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্তা ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে আর্জি জানিয়েছেন, কূটনৈতিক স্তরে আরও একবার ইরানের সঙ্গে কথা বলতে।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে গণবিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও, ক্রমে তা রূপ নেয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে এক বিক্ষোভ। তেহরান-সহ গোটা ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকা। ইজরায়েলও নজর রাখছে পরিস্থিতির উপর। আন্দোলনকারীদের দাবি, মঙ্গলবার পর্যন্ত ইরানে ৬৪৬ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে আটক হয়েছেন ১০,৬০০ জন।
