Entertainment

1 hour ago

Aamir Khan: ভোট দিতে গিয়ে মারাঠি–হিন্দি বিতর্কে জড়ালেন আমির খান, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন অভিনেতা

Aamir Khan
Aamir Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ১৫ জানুয়ারি মহারাষ্ট্রে বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের জন্য অভিনেতা আমির খান একাই বের হন, যদিও তার প্রথম স্ত্রী রিনা দত্ত এবং সন্তানরা ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় আমির মারাঠি ভাষায় উত্তর দেন। সংবাদকর্মীরা অভিনেতাকে হিন্দিতে উত্তর দিতে বলেন। তখন তিনি মেজাজ হারিয়ে জানান, “এটা মহারাষ্ট্র!”। এই ঘটনার মাধ্যমে আবারও উস্কে দেওয়া হলো হিন্দি–মারাঠি ভাষা বিতর্ক। যদিও এই বিতর্ক নতুন নয়, কয়েক মাস আগে আমির জানান, তিনি কাজের প্রয়োজনে মারাঠি শিখছেন। 

সংবাদকর্মীরা অবাক হন, যখন দেখেন অভিনেতা মারাঠিতে স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছেন। ভিডিওটি হিন্দিতে সম্প্রচার করার কথা জানানো হলে আমির স্পষ্ট করে বলেন, তিনি মহারাষ্ট্রে আছেন এবং তাই মারাঠিতেই উত্তর দিচ্ছেন। এই মন্তব্য দেশের মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় আবারও উঠে আসে ভাষা সংক্রান্ত সমন্বয় এবং স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। বিশেষ করে মহারাষ্ট্রে মারাঠি ভাষা ও সাংস্কৃতিক মর্যাদা নিয়ে সক্রিয় আলোচনা হয়েছে। অনেকেই সমর্থন জানিয়েছেন আমিরের ভাষার ব্যবহারকে। আবার কেউ কেউ বিতর্কের দিকটিও নিয়ে প্রশ্ন তুলেছেন। সবমিলিয়ে, ভোটের দিন অভিনেতার এই ভাষা-প্রতিক্রিয়া রাজনীতি, মিডিয়া এবং সমাজে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে স্থানীয় ভাষার মর্যাদা ও হিন্দি–মারাঠি ব্যবহারের মধ্যে টানাপোড়েন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।


You might also like!