Entertainment

1 hour ago

Sidharth Malhotra turns 41: ‘শেরশাহ’ অভিনেতার জন্মদিনে কিয়ারার হৃদয়স্পর্শী পোস্ট,পরিচয় দিলেন ছোট্ট কন্যাসন্তানের!

Kiara Advani sings for Sidharth’s birthday
Kiara Advani sings for Sidharth’s birthday

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ১৬ জানুয়ারি বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা জন্মদিন পালন করলেন। কিন্তু এবারের জন্মদিনটি অন্য বছরের তুলনায় একেবারে আলাদা। কারণ, গত জুলাই মাসে বাবা হওয়ার পর থেকে তাঁর জীবনটা পুরোপুরি বদলে গেছে। নিজের ঘরোয়া জীবন এবং পিতৃত্বের আনন্দকে কিয়ারা আডবানি ইনস্টাগ্রামে সুন্দরভাবে প্রকাশ করেছেন।

 কিয়ারা এদিন সিদ্ধার্থের ছবি-সহ তাঁর ঘরোয়া জন্মদিনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে আদুরে পোস্ট করে অভিনেতা স্বামীর উদ্দেশ্যে লেখেন, ‘ সারায়ার সবথেকে প্রিয় মানুষ, সর্বোপরি সবদিক থেকে একজন ভালো মানুষ তুমি। এখনও তোমাকে দেখে রোজ তোমার প্রেমে পড়ি। আর এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের পরিবারের ছোট সদস্য। জন্মদিনের অনেক শুভেচ্ছা।” সিদ্ধার্থের জন্মদিনের কেকের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন,   ‘সারায়ার বাবার জন্য’। আরও লেখা ‘ড্যাডি কুল’। ‘পেরেন্টহুডে’র এই স্বাদ সিদ্ধার্থ ও কিয়ারা যে চেটেপুটে উপভোগ করছেন সে কথা বলাই বাহুল্য।


২০২৩ সালে এই দম্পতি চারহাত এক হয়েছে। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিলো দম্পতি। গত জুলাই মাসে তাদের কন্যাসন্তান ঘর আলো করে এসেছে। সন্তান হওয়ার পর কাজ থেকে ছুটি নেন সিদ্ধার্থ-কিয়ারা। ধীরে ধীরে আবার কাজে ফিরে আসছেন তারা।এদিন কিয়ারার পোস্টে বলিউডের অনেক প্রিয় অভিনেতা এবং বন্ধুরা সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন। পারিবারিক মুহূর্ত, কেক, এবং ছোট্ট পরিবারের নতুন সদস্যকে ঘিরে জন্মদিনটি হয়ে উঠেছে বিশেষ এবং স্মরণীয়। 


You might also like!