
কলকাতা, ৫ জানুয়ারি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, এসআইআর নিয়ে ভীত মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রবিবারই জানা যায়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বেশ কিছু অনিয়মের কথা তুলে ধরেন তিনি। মমতার পর এবার জ্ঞানেশকে চিঠি লিখলেন শুভেন্দু।
বিরোধী দলনেতা সোমবার এক্স মাধ্যমে জানান, "আমি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি চিঠি পাঠিয়েছি, যেখানে তিনি এসআইআর-এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মরিয়া মিথ্যাচার এবং এসআইআর-কে থামানোর জন্য তাঁর সর্বশেষ আবেদনের সত্যতা অস্বীকার করেছেন। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সম্পর্কে তাঁর তথাকথিত "উদ্বেগ" 'খাঁটি কল্পকাহিনী' ছাড়া আর কিছুই নয়। বাস্তবে, এই নির্বাচন কমিশন অভিযান তৃণমূল কংগ্রেসের নোংরা গোপন বিষয়গুলি তুলে ধরছে: ভুয়ো ভোটার, মৃতদের ভূত এবং অবৈধ অনুপ্রবেশকারী যাদের তারা বছরের পর বছর ধরে নির্বাচন কারচুপির জন্য রক্ষা করে আসছে। এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, কারণ এসআইআর তাঁর ২০২৬ সালের স্বপ্নের জন্য একটি মৃত্যুঘণ্টা।"
I have sent a letter to the Hon'ble Chief Election Commissioner; @ECISVEEP Shri Gyanesh Kumar, dismantling Mamata Banerjee's desperate lies against the SIR exercise and her latest plea for halting SIR.
— Suvendu Adhikari (@SuvenduWB) January 5, 2026
Her so-called "concerns" about the Special Intensive Revision (SIR) is… pic.twitter.com/DgI2gm1f5y
