
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার সময়সীমা ফের বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানিয়েছে, এবার এই প্রক্রিয়ায় বাংলার নামও রয়েছে। এছাড়া তালিকায় পুদুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ ও রাজস্থানের নামও অন্তর্ভুক্ত। অভিযোগ জমা এবং প্রক্রিয়া শেষ করার সময়সীমা ১৯ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিল, দ্রুতগতিতে প্রক্রিয়া চালানোর চেষ্টা করার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কমিশন এবার সেই দাবি মান্যতা দিলো,এমনটাই রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। কমিশনের তরফে বলা হয়েছে, ভোটার তালিকায় যোগ্য ভোটারদের সর্বাধিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই সময়সীমা বাড়ানো হয়েছে।
অন্যদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে সাধারণ মানুষের হয়রানি আরও বাড়ল। এবার শুনানিতে নথি হিসেবে আর গণ্য হবে না মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। বৃহস্পতিবার নতুন করে এমনই ‘ফতোয়া’ জারি করল নির্বাচন কমিশন। এই মর্মে রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে চিঠি পাঠাল দিল্লির নির্বাচন কমিশন। এর আগে, গত বছর এসআইআর-এর সময়সীমা বাড়ানো হলেও তা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয় সেই সময়।
২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়। ২০০২ সালের ভোটার তালিকার ভিত্তিতে কাজ চলছে। যারা সেই তালিকায় নাম দেখতে পাচ্ছেন না, তারা যথাযথ নথি নিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া যেকোনো অসংগতি সংশোধনের জন্যও ভোটাররা নথি জমা দিতে পারবেন। তৃণমূলের অভিযোগ, প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কারণে, ভুল বাড়ছে এবং সাধারণ মানুষ চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। বহু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এহেন প্রেক্ষাপটে কমিশনের এই দিন বদল আসলে ঘুরপথে বাংলার শাসকদলের দাবিকেই মেনে নেওয়া বলে মনে করছে রাজনৈতিক মহল।
