Country

1 hour ago

PM Modi's Tributes: তামিলনাড়ুর অগ্রগতিতে এমজিআর-এর অবদান অসামান্য, প্রধানমন্ত্রী

PM Modi tributes MGR
PM Modi tributes MGR

 

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : জন্মবার্ষিকীতে ভারতরত্ন এমজিআর-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, তামিলনাড়ুর অগ্রগতিতে এমজিআর-এর অবদান অসামান্য। প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে জানান, অসাধারণ এমজিআর-এর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। তামিলনাড়ুর অগ্রগতিতে তাঁর অবদান অসামান্য। তামিল সংস্কৃতিকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর ভূমিকাও সমানভাবে উল্লেখযোগ্য। আমাদের সমাজের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা সর্বদা কাজ করে যাব।

মারুদুর গোপালান রামচন্দ্রন, যিনি জনপ্রিয়ভাবে এমজিআর হিসেবে পরিচিত ছিলেন। তামিল চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং রাজনীতিবিদ যিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'ভারত রত্ন' সম্মানে ভূষিত হয়েছেন এমজিআর। জনপ্রিয়তা ও ক্যারিশমা তাঁকে তামিলনাড়ুর সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল।

You might also like!