
জেদ্দা, ৭ জানুয়ারি : স্প্যানিশ সুপার কাপের লড়াই শুরুর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে। কিলিয়ান এমবাপেকে ছাড়াই দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দায় সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। সেখানে জিততে পারলে রবিবার খেলবে ফাইনাল, যেখানে প্রতিপক্ষ থাকবে বার্সিলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে লড়াইয়ে জয়ী দল। উল্লেখ্য,গত কয়েক সপ্তাহ ধরেই বাম হাঁটু ভোগাচ্ছে এমবাপেকে। গত বছরের শেষ দিকে সমস্যা বেড়েছে আরও। রিয়াল বেতিসের বিপক্ষে তাই নতুন বছরে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। একই সমস্যায় গত ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলেননি তিনি।
