Country

2 hours ago

Kashmir Snowfall: উত্তর ও মধ্য কাশ্মীরে মৃদু তুষারপাত, কনকনে ঠান্ডা শ্রীনগরে

Kashmir sees fresh Snowfall
Kashmir sees fresh Snowfall

 

শ্রীনগর, ১৭ জানুয়ারি : পূর্বাভাস মতোই শনিবার হালকা তুষারপাত হয়েছে উত্তর ও মধ্য কাশ্মীরের উঁচু পাহাড়ে। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, "প্রত্যাশিতভাবেই, একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে। শনিবার সকাল থেকেই আবহাওয়া মেঘলা এবং কিছু পাহাড়ি এলাকায়, বিশেষ করে উত্তর ও মধ্য কাশ্মীরের উঁচু অঞ্চলে হালকা তুষারপাত হচ্ছে।" তিনি আরও জানান, "আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ হেরফের হবে না। তারপর, ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে, আরেকটি দুর্বল থেকে মাঝারি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে।"

কনকনে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর, শনিবারও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে। শ্রীনগর ছাড়াও পহেলগাম, পুলওয়ামা, গুলমার্গ সর্বত্রই হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই ঠান্ডা থাকবে কাশ্মীরে। কনকনে শীত অনুভূত হবে জম্মু অঞ্চলেও।

You might also like!