
নয়াদিল্লি, ১০ জানুয়ারি : সোমনাথ স্বাভিমান পর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক শক্তির প্রতীক, এই বার্তা দিলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। তিনি বলেন, "বিদেশী আক্রমণকারীদের পাশ কাটিয়ে, তাদের সকলকে একপাশে সরিয়ে, সেখানে আছেন ভগবান সোমনাথ, ভগবান শিব, যাঁর পুজো করে গুজরাট উপকূলের সমুদ্রের ঢেউও। এই পুরো পর্বটি সারা বছর ধরে পালিত হবে। বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি আজ এখানে পুজো করেছেন। আমরা সকলেই দেশজুড়ে এই উৎসব উদযাপন করব।"
সোমনাথ স্বাভিমান পর্ব সম্পর্কে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা আরও বলেন, আমাদের জাতীয় কার্যনির্বাহী সভাপতি প্রথমে ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং পরে ভগবান হনুমানের দর্শন করেছিলেন। ১,০২৬ সালে বিদেশী হানাদাররা সোমনাথ মন্দিরে নৃশংস আক্রমণ করেছিল, তবুও বারবার আক্রমণ সত্ত্বেও, আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তি অটুট রয়েছে। আজও, মন্দিরটি বিশ্বের অন্যতম বিখ্যাত মন্দির হিসেবে দাঁড়িয়ে আছে।" উল্লেখ্য, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন শনিবার সকালে দিল্লির কনৌট প্লেস এলাকায় অবস্থিত হনুমান মন্দিরে প্রার্থনা করেন।
