Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

16 hours ago

Virendra Sachdeva: সোমনাথ স্বাভিমান পর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক শক্তির প্রতীক,বীরেন্দ্র সচদেবা

Delhi BJP chief Virendra Sachdeva
Delhi BJP chief Virendra Sachdeva

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : সোমনাথ স্বাভিমান পর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক শক্তির প্রতীক, এই বার্তা দিলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। তিনি বলেন, "বিদেশী আক্রমণকারীদের পাশ কাটিয়ে, তাদের সকলকে একপাশে সরিয়ে, সেখানে আছেন ভগবান সোমনাথ, ভগবান শিব, যাঁর পুজো করে গুজরাট উপকূলের সমুদ্রের ঢেউও। এই পুরো পর্বটি সারা বছর ধরে পালিত হবে। বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি আজ এখানে পুজো করেছেন। আমরা সকলেই দেশজুড়ে এই উৎসব উদযাপন করব।"

সোমনাথ স্বাভিমান পর্ব সম্পর্কে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা আরও বলেন, আমাদের জাতীয় কার্যনির্বাহী সভাপতি প্রথমে ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং পরে ভগবান হনুমানের দর্শন করেছিলেন। ১,০২৬ সালে বিদেশী হানাদাররা সোমনাথ মন্দিরে নৃশংস আক্রমণ করেছিল, তবুও বারবার আক্রমণ সত্ত্বেও, আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তি অটুট রয়েছে। আজও, মন্দিরটি বিশ্বের অন্যতম বিখ্যাত মন্দির হিসেবে দাঁড়িয়ে আছে।" উল্লেখ্য, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন শনিবার সকালে দিল্লির কনৌট প্লেস এলাকায় অবস্থিত হনুমান মন্দিরে প্রার্থনা করেন।

You might also like!