Country

1 hour ago

Delhi Cold Wave: শীতে কাঁবু দিল্লি, ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন

Dense fog blankets Delhi amid cold wave, flights delayed at IGI Airport
Dense fog blankets Delhi amid cold wave, flights delayed at IGI Airport

 

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শৈত্যপ্রবাহে রীতিমতো জবুথবু অবস্থা। মাত্রাতিরিক্ত ঠান্ডার মধ্যেই ঘন কুয়াশায় বিপর্যস্ত দিল্লির স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতার অভাবে শনিবারও দিল্লিতে সড়ক ও বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে। দিল্লি বিমানবন্দরে বিলম্বিত হয়েছে বেশ কিছু বিমান। শনিবার সকালে বিষাক্ত ধোঁয়ার ঘন স্তর জাতীয় রাজধানীকে গ্রাস করে। আইটিও এলাকা ছিল ঘন কুয়াশার কবলে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, আইটিও এলাকার একিউআই '৪০২' ছিল রয়েছে, যা 'গুরুতর'। দিল্লি-এনসিআর-এ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ পুনরায় আরোপ করা হয়েছে। দিল্লি-নয়ডা-দিল্লি (ডিএনডি) ফ্লাইওয়ে এবং আশেপাশের এলাকা এদিন সকালে ছিল বিষাক্ত ধোঁয়ার কবলে।

You might also like!