
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তুরে হাওয়ার শিরশিরানির সঙ্গে পাল্লা দিয়েই শীতের আমেজ। আলমারি খুলতেই বেরিয়ে আসে পছন্দের পশমি সোয়েটার, শাল বা কার্ডিগান। কিন্তু গায়ে চাপানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অস্বস্তিকর চুলকানি, লালচে র্যাশ কিংবা জ্বালাপোড়া। শীতের উষ্ণতা নিতে গিয়ে এমন সমস্যায় পড়ছেন অনেকেই। চিকিৎসকদের মতে, উলের পোশাক সরাসরি ত্বকের সংস্পর্শে এলে সংবেদনশীল ত্বকে এই ধরনের প্রতিক্রিয়া দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। চর্মরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উলের পোশাক থেকে হওয়া এই ত্বক সমস্যার নেপথ্যে রয়েছে মূলত তিনটি কারণ—
প্রথমত, উলের রুক্ষ ফাইবার।
উলের তন্তু স্বভাবতই খানিকটা মোটা ও খসখসে হয়। সংবেদনশীল বা শুষ্ক ত্বকের ক্ষেত্রে এই রুক্ষ ফাইবার ঘর্ষণ তৈরি করে, যার ফলে চুলকানি বা লালচে ভাব দেখা দেয়।
দ্বিতীয়ত, শীতকালে ত্বকের অতিরিক্ত শুষ্কতা।

শীতে ত্বক এমনিতেই আর্দ্রতা হারায়। তার উপর উলের পোশাক ত্বকের প্রাকৃতিক তেল শোষণ করে নেয়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে ফেটে যাওয়া, চুলকানি বা র্যাশের সমস্যা বাড়ে।
তৃতীয়ত, পোশাকে থাকা রাসায়নিক বা ধুলোবালি।
উলের পোশাক সংরক্ষণের সময় ন্যাফথালিন, মথবল বা বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়। দীর্ঘদিন আলমারিতে রাখা পোশাকে জমে থাকা ধুলো ও জীবাণুও অ্যালার্জির কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, উলের পোশাক পরার আগে ভেতরে সুতির বা নরম কাপড়ের লেয়ার ব্যবহার করলে সমস্যা অনেকটাই কমে। পাশাপাশি নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরলে শীতের এই অস্বস্তি এড়ানো সম্ভব।
