Game

1 day ago

La Liga Roundup: লা লিগা:, গার্সিয়ার হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের অনায়াস জয়

Real Madrid's Gonzalo Garcia
Real Madrid's Gonzalo Garcia

 

সান্তিয়াগো, ৫ জানুয়ারি  : সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার লিগ ম্যাচে দাপুটে ফুটবল খেলে ৫-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ। লিগায় আগে যিনি কখনও গোলই করেননি সেই গন্সালো গার্সিয়া এই ম্যাচে হ্যাট্রিক করলেন। আর এটাই তার কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক। আর এই হ্যাট্রিকে ভর করে রিয়াল বেসিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। বাকি দুটি গোল করেন দুই ডিফেন্ডার রাউল আসেন্সিও ও ফ্রান গার্সিয়া। দারুণ এই জয়ে শীর্ষস্থানের সঙ্গে ফের ব্যবধান আগের অবস্থানে নিল রিয়াল। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। শীর্ষে বার্সিলোনার পয়েন্ট ৪৯। আর আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া বেতিস ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

You might also like!