Country

22 hours ago

Cold wave persists in Kashmir: বরফে ঢেকেছে কাশ্মীর ও উত্তরাখণ্ড, শৈত্যপ্রবাহের পূর্বাভাস ৮টি রাজ্যে

Dense fog, cold wave grip Kashmir and Uttarakhand
Dense fog, cold wave grip Kashmir and Uttarakhand

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আটটি রাজ্যে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেগুলি হল, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। অন্য দিকে, জম্মু ও কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখণ্ডে ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধু শীতের দাপটই নয়, তার সঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে।

ঘুন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায় মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিভিন্ন জেলায় স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। রাজস্থানের চুরু, মাউন্ট আবু সর্বত্রই কনকনে ঠান্ডা। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। শীতে জবুথবু উত্তর প্রদেশ এবং বিহারেও। একাধিক রাজ্যে কুয়াশার দাপটে কমছে দৃশ্যমানতা।

You might also like!