Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

kolkata

1 day ago

Mamata Banerjee: নেতাই -এর শহিদদের শ্রদ্ধা ও প্রণাম মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৭ জানুয়ারি । “নেতাই -এর অমর শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।” বুধবার এক্সবার্তায় একথা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আজকের দিনে ২০১১ সালে ঝাড়গ্রাম জেলার নেতাই গ্রামে হার্মাদবাহিনীর হাতে প্রাণ হারান ৯ জন নিরীহ মানুষ। নেতাই-এর সেই সকল শহিদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”

প্রসঙ্গত, ২০১১-র ৭ জানুয়ারি একদল সশস্ত্র লোক গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যা করে, যা রাজ্যের বামফ্রন্ট সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযোগ, হামলাকারীরা সিপিএম-এর কর্মী। ঘটনাটি সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের পর বাম সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে আরও বাড়িয়ে তোলে এবং মমতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে, যা তার দল তৃণমূল কংগ্রেসের জয়ে গুরুত্বপূর্ণ ছিল। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, এরপর তিনি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেন এবং ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হয়।

You might also like!