
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের ২৭ জুন আকস্মিকভাবে প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সে তার মৃত্যু প্রকাশ্যে সবাইকে অবাক করেছিল। যদিও ময়নাতদন্তে জানা গেছে, তার মৃত্যু হৃদরোগজনিত সমস্যার কারণে হয়েছিল এবং শেফালি নিয়মিত কিছু ওষুধ ও অ্যান্টি-এজিং ইনজেকশন গ্রহণ করতেন, যা সম্ভাব্য কারণ হতে পারে। কিন্তু সম্প্রতি পরাগ ত্যাগী, শেফালির স্বামী, একটি পডকাস্টে চমকপ্রদ দাবি করেছেন। পরাগ জানান, তিনি বিশ্বাস করেন যে কেউ শেফালির ওপর কালো জাদু করেছে। তিনি বলেন, “আমি জানি কেউ এটা করেছে। কে করেছে তা বলতে পারব না, কিন্তু মনে হয় কিছু একটা ভুল হয়েছে। এটা একবার নয়, দু'বার ঘটেছে… এবার হয়তো অনেক ভারী কিছুই করা হয়েছিল। আমি ধ্যানে বসলে মনে হয়, কিছু একটা ভুল তো হয়েছে।”
রাগ বলেন, ‘এই ঘটনাটি ২৭ জুন ঘটেছিল। আর তার আগের নভেম্বরে একজন আমার বাড়িতে এসে শেফালিকে বলেন যে, বাড়িতে পঞ্চমুখী হনুমান রাখা ঠিক নয়। শেফালি আমাকে রাজি করায়, আমিও বোকার মতো হনুমানজিকে রেখে আসি, যিনি আমার বাড়িতে রয়েছেন বহু বছর ধরে। বাড়ি ফিরে এসে আমি খুব কান্নাকাটি করি, ১৫ মিনিটও থাকতে পারিনি। গাড়ি নিয়ে ফের বেরিয়ে পড়ি, কিন্তু সেখানে গিয়ে আর তাঁকে দেখতে পাইনি। এরপর অনেকদিন ওখানে গিয়ে খোঁজ করেছিলাম।’

পরাগ জানান যে, এরপর তিনি ক্ষমা চান হনুমানজির কাছে। বলেছিলেন, ‘বড় ভুল হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করবে যেদিন, আমার কাছে ফিরে এসো’। এরপরই শেফালির মৃত্যু। পরাগের দাবি, শেফালির মৃত্যুর মাসখানেক পর একজন তাঁকে পঞ্চমুখী হনুমানজি দেন। পরাগ বলন, ‘আমি হনুমানজিকে বলেছিলাম যে আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার অনেক দেরি হয়ে গেছে।’ পরাগ আরও জানান যে, তিনি ১০০ শতাংশ নিশ্চিত কেউ খারাপ কিছু করেছে শেফালির সঙ্গে, আর যার হাত এর পিছনে রয়েছে, তাঁকে ছাড়বে না। শেফালির আকস্মিক মৃত্যু আজও অনেক প্রশ্ন উত্থাপন করছে। স্বামী পরাগের দাবি ও ময়নাতদন্তের রিপোর্ট একে রহস্যময় অবস্থায় রেখেছে, যা অনেকে এখনও বিশ্বাস করার বাইরে মনে করেন।
