
কলকাতা, ৩০ জানুয়ারি : নাজিরাবাদ অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার গভীর রাতে আরও দুই জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মনোরঞ্জন সিট এবং রাজা চক্রবর্তী যথাক্রমে মোমো সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগে ডেকরেটর্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে, শুক্রবার সকাল থেকে সেখানে ফের উদ্ধারকাজ শুরু হয়। বৃহস্পতিবার আরও চারজনের দেহাংশ উদ্ধার হয়েছিল। সবমিলিয়ে এখনও পর্যন্ত ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার যে চারটি দেহাংশ উদ্ধার হয়েছে, সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ। ফলে পরিজনদের উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে।
