
নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : ভোটার হওয়া কেবল সাংবিধানিক সুযোগ নয়, গুরুত্বপূর্ণ কর্তব্যও, জাতীয় ভোটার দিবসে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ভোটার হওয়া উদযাপনের মুহূর্তও বটে। প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স মাধ্যমে জানান, "জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা। এই দিনটি আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে আরও নিবিড় করার জন্য।"
প্রধানমন্ত্রী আরও জানান, "আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে শক্তিশালী করার জন্য ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। ভোটার হওয়া কেবল একটি সাংবিধানিক সুযোগ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ কর্তব্য যা প্রতিটি নাগরিককে ভারতের ভবিষ্যত গঠনে কণ্ঠস্বর প্রদান করে। আসুন আমরা সর্বদা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের গণতন্ত্রের চেতনাকে সম্মান করি, যার ফলে একটি বিকশিত ভারতের ভিত্তি শক্তিশালী হয়।"
Greetings on #NationalVotersDay.
— Narendra Modi (@narendramodi) January 25, 2026
This day is about further deepening our faith in the democratic values of our nation.
My compliments to all those associated with the Election Commission of India for their efforts to strengthen our democratic processes.
Being a voter is not…
