
কলকাতা, ২৪ জানুয়ারি : বসন্ত পঞ্চমী কেটেছে বসন্তের মতো। জাঁকিয়ে শীতের আমেজ উধাও, বরং গত কয়েক দিনে তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে। আপাতত রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা একই রকম থাকবে। অর্থাৎ, কোথাও জাঁকিয়ে শীত পড়বে না। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাবে।
