
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাতসকালে অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়াল শহর কলকাতায়। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মধ্য কলকাতার ব্যস্ত বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেতেই দমকলের একে একে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।
দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের মূল উৎস ছিল একটি কাঠ ও আসবাবপত্রের দোকান। দোকানটিতে প্লাইউড ও অন্যান্য অত্যন্ত দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উত্তুরে হাওয়ার দাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দোকানের ভিতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, দোকানের কর্মীরা প্রথমে আগুনের ফুলকি দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা দোকান ছেড়ে বাইরে বেরিয়ে এসে নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই চেষ্টা ব্যর্থ হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরও দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। দোকানগুলি একটি বহুতলের নীচে অবস্থিত হওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়।
ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের আগুনের উৎসস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। আশপাশে একাধিক আবাসন থাকায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুনের প্রভাব তাঁদের বহুতলেও পড়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দমকলের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছে দমকল ও প্রশাসন।
