kolkata

1 hour ago

Mamata Banerjee: SIR শুনানিতে সুপ্রিম নির্দেশনা মানার নির্দেশ, জেলাশাসকদের প্রতি নবান্নের সতর্কবার্তা

West Bengal Chief Minister Mamata Banerjee
West Bengal Chief Minister Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  SIR-এর শুনানির সময় সুপ্রিম কোর্টের নির্দেশনা পূর্ণভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। নবান্ন থেকে বলা হয়েছে, শুনানিতে যে নথি সুপ্রিম কোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, সেগুলি ভালোভাবে যাচাই করতে হবে। বিশেষভাবে নজর রাখতে হবে, যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে।

মঙ্গলবার মুখ‌্যসচিব নন্দিনী চক্রবর্তী বৈঠক করেন জেলাশাসকদের সঙ্গে। বৈঠকেই কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, জেলাশাসকদের প্রশাসনিক কাজেও নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি নিশ্চিত করতে বলা হয়েছে যে, SIR-এর কাজ চলাকালীন রাজ‌্য সরকারের বিভিন্ন প্রকল্প যেন ব্যাহত না হয়। নবান্ন থেকে বলা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। যাদের নামের সঙ্গে ডিসক্রিপেন্সি রয়েছে, তাদের নথি গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, মহকুমা ও শহরের ওয়ার্ড অফিসে ঝুলিয়ে রাখতে হবে। পঞ্চায়েত ও ব্লক অফিসে আলাদা কেন্দ্র খোলা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা নেওয়া—এসব নির্দেশনা মেনে চলা আবশ্যক।  

শুনানির জন্য নির্দিষ্ট দিনে কেউ যেতে না পারলে বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নবান্নের পক্ষ থেকে  মুখ‌্যমন্ত্রী জেলাশাসকদের আশ্বস্ত করে বলেন, রাজ্য সরকার সবসময় তাঁদের পাশে রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ এবং কার্যকর SIR শুনানি নিশ্চিত করার লক্ষ্য সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।   

You might also like!