Breaking News
 
Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক Abhishek Banerjee:চাপড়ার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ! অভিষেকের বড় দাবি— ‘বাংলা বিরোধী বিজেপিকে হারিয়ে মোদীকে দিয়েও বলিয়ে ছাড়ব জয় বাংলা’ Iran protests: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, আত্মীয়কে জড়িয়ে কান্না

 

kolkata

1 hour ago

Kolkata: শ্যামসুন্দরী মন্দিরে ‘কালী’র নামে বুজরুকি! মায়ের গয়না হাতানোর ফন্দি ফাঁস হতেই মধ্য কলকাতায় তুলকালাম

Shyama Sundari Kali temple
Shyama Sundari Kali temple

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  খাস কলকাতায় আবারও ভক্তির সুযোগ নিয়ে সাধারণ মানুষকে ঠকানোর এক নজিরবিহীন অভিযোগ উঠল। এবার মা কালীকে সামনে রেখে চলেছে ‘অলৌকিক বুজরুকি’। ভক্তদের বিশ্বাস করানো হচ্ছিল যে, স্বয়ং দেবী নির্দিষ্ট কোনো ভক্তের কাছে দামি সোনা বা হিরের গয়না দাবি করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে, নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও র‍্যাফ (RAF) নামাতে হয়।

অনেক সময়, মায়ের ‘পছন্দ’র কথা বলে নেওয়া হচ্ছে বেনারসি। মূলত ফেসবুক-ইউটিউব থেকেই ছড়িয়ে পড়ছে নানা গুজব আর তৈরি হচ্ছে বুজরুকি। কারও কারও দাবি, সুকৌশলে এগুলো ছড়ানো হয়। প্রশ্ন উঠছে, দক্ষিণেশ্বর বা তারাপীঠ বা কালীঘাটের ক্ষেত্রে তো দেবী মায়ের নাম করে সোনা বা বেনারসি চেয়ে বা কার্যত কেড়ে নেওয়ার দরকার পড়ে না। সেই সব ক্ষেত্রে বিশ্বাস দৃঢ় হয়েই থাকে। শনিবার রটন্তী চতুর্দশীকে কেন্দ্র করে এই বুজরুকির ভিড় মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। কয়েকদিন আগেই উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটেই এই শ্যামসুন্দরী কালীকে নিয়ে রটনা শুরু হয়।


এবার মধ্য কলকাতারই আমহার্স্ট স্ট্রিট এলাকায়। আগের ক্ষেত্রেও রটিয়ে দেওয়া হয়, এই মন্দিরে নাকি কালীমায়ের জীবন্তরূপ বিরাজ করেন। সবার মনের কথা তিনি শোনেন। এই মন্দিরের নাম করে বিভিন্ন জনের কাছে বিভিন্ন সময়ে সোনা-দানা চাওয়াও হয়। ভিড় লেগে গিয়েছিল ইউটিউবারদের। কার্যত স্থানীয় মানুষের চলাফেরা করাই দায় হয়ে যায়। কিছু বিজ্ঞানচেতনাসম্পন্ন ও যুক্তিবাদী-শুভচিন্তকদের প্রতিবাদে সেখান থেকে সরে যায়। পরবর্তীতে এই শ্যামসুন্দরী কালী নিয়ে যাওয়া হয় কসবায়। আর সম্প্রতি মাস তিনেক আগে আমহার্স্ট স্ট্রিটের লাগোয়া কার্তিক বসু স্ট্রিটে একটি বাড়ি কিনে সেখানে প্রতিষ্ঠা দেওয়া হয় শ্যামসুন্দরী কালীমূর্তিকে।

You might also like!