Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Entertainment

2 hours ago

Honey Singh: র‌্যাপের জাদু এবং বিতর্কের ঝড়—লাইভ কনসার্টে হানি সিংয়ের মন্তব্যে নেটপাড়া উত্তাল

Honey Singh Faces Social Media Backlash
Honey Singh Faces Social Media Backlash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তিনি ‘দেশি কালাকার’। মঞ্চে তার র‌্যাপের জাদু দর্শকদের মাতিয়েই রাখে, কিন্তু হানি সিং কখনও কখনও বিতর্কিত মন্তব্যের মাধ্যমে সংবাদ শিরোনামে ঠাঁই পেতে দক্ষ। যদিও বিগত কয়েক বছরে তার উপর নেতিবাচক চর্চা খুব কম দেখা গেছে, সম্প্রতি দিল্লিতে নানকু ও করুণের কনসার্টে লাইভ অনুষ্ঠানের সময় হানি সিং নতুনভাবে বিতর্কে জড়িয়েছেন। 

কনসার্টের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হানি সিং শীতের রাতে দর্শক-অনুরাগীদের উদ্দেশ্যে গাড়িতে সঙ্গমের পরামর্শ দিচ্ছেন। ভিডিওতে  অশ্রাব্য গালিগালাজ সহকারে তার কথায় শোনা যায়, “উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা। তবে বন্ধুরা প্লিজ, কন্ডোম ব্যবহার করবেন। নিরাপদে থাকবেন। স্বাভাবিকভাবেই, এই ভিডিও ঘিরে বর্তমানে আলোচনা, সমালোচনার অন্ত নেই!” 


এই মন্তব্যের পর নেটপাড়ায় আলোচনার ঢেউ ওঠেছে। অনেকেই হানিকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করেছেন, কেউ বলেছেন, “বয়স বাড়লে এমন ভিমরতি হয়।” অন্যদিকে কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এতটাই অশ্রাব্য যে ভিডিওটি কারও সামনে বসে দেখা দায়।” নেটপাড়ার একাংশ সমর্থনও জানিয়েছেন। তাদের বক্তব্য, বন্ধুদের সঙ্গে সেক্স নিয়ে খোলাখুলি আলোচনা করা কোনো অপরাধ নয়। কেউ আবার প্রশ্ন তুলেছেন, হানিকে ‘পেডো’ বলে আক্রমণ করা হচ্ছে—এই শব্দের অর্থ কি জানা আছে, নাকি কেবল কুল সাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে? এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর হানি সিংকে ঘিরে বিতর্ক তুঙ্গে। তবে নিজের পক্ষে এখনও কোনো মন্তব্য করেননি হানি। 

পেশাগত জীবনে হানি সিং ভাংড়া গানের সুরকার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন, ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমায় গান গেয়ে। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়কের তালিকায় নাম লিখিয়েছেন। খ্যাতির শিখরে থাকা অবস্থায় তিনি মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন এবং কিছুদিন চণ্ডীগড়ের রিহ্যাবে কাটান। তবে এক বছর আগে আবার জীবনের চেনা ছন্দে ফিরে আসেন।


YoYo Honey Singh talks about s*x on Nanku & Karun Delhi show
byu/MeethiBoondi inIndianHipHopHeads

You might also like!