
কলকাতা, ১৭ জানুয়ারি : রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)-তে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে কলকাতা পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত— আট ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ এই সময়ে সম্পন্ন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেতুর উপর দ্বিমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে হাওড়া সেতু (রবীন্দ্র সেতু) ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। দুপুর ১টার পর আবার দ্বিতীয় হুগলি সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ছুটির দিন হলেও, রবিবার ভোগান্তির আশঙ্কা থাকছেই।
