Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

kolkata

2 hours ago

Dilip Ghosh:মোদীর সভায় কার ঠাঁই? দিলীপকে ঘিরে দলের অন্দরেই টানাপোড়েন—বিরোধীদের কটাক্ষে অস্বস্তিতে পদ্ম শিবির

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা: বঙ্গ বিজেপিতে ‘ব্রাত্য’ দশা কি তবে কাটতে চলেছে দিলীপ ঘোষের? ১৭ ও ১৮ জানুয়ারি দু’দিনের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরকে কেন্দ্র করেই বঙ্গ বিজেপির অলিন্দে নতুন করে শোরগোল শুরু হয়েছে— প্রধানমন্ত্রীর মঞ্চে কি আবারও দেখা যাবে দিলীপ ঘোষকে?

শমীক-সুকান্ত-শুভেন্দুদের সঙ্গে মোদির মঞ্চে দিলীপ ঘোষকেও রাখা হোক, এমনটা চাইছে দলের ‘আদি’ শিবির। বঙ্গ বিজেপির সফলতম সভাপতিকে এবার প্রধানমন্ত্রীর মঞ্চে রাখা হোক বলে দাবি দিলীপ অনুগামীদেরও। যদিও দিলীপ বিরোধী শিবিরের অবশ্য খুব একটা সম্মতি নেই। কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে দিলীপ ঘোষকে পুরোদমেই মাঠে নামার নির্দেশ দিয়ে গিয়েছেন অমিত শাহ। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে সুনীল বনশলরাও চাইছেন শুভেন্দু-শমীক-সুকান্তর সঙ্গে দিলীপকে পুরোপুরি কাজে লাগাতে। এখন বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কি সিদ্ধান্ত নেন তার উপরই সবটা নির্ভর করছে। তবে খবর, দিলীপ বিরোধী শিবিরের আপত্তি সত্ত্বেও এবার মোদির মঞ্চে দিলীপের থাকার সম্ভাবনাই প্রবল।

প্রসঙ্গত, দলে আদি-নব্য কোন্দল সামলাতেই দিলীপের অভিমান ভাঙিয়ে তাঁকে মাঠে নেমে পড়ার নির্দেশ দিয়ে গিয়েছেন শাহ। তারপর এবার মোদির মঞ্চেও দিলীপকে রাখা উচিত বলে মনে করছে আদি শিবির। দিলীপ অনুগামী ও দলের পুরনোদের মান ভাঙাতে প্রধানমন্ত্রীর মঞ্চে দলের প্রাক্তন রাজ্য সভাপতিকেও রাখার ভাবনাচিন্তাও চলছে বলে খবর। কারণ, মোদির সভায় বেশ কিছুদিন ধরেই আমন্ত্রণ পাননি দিলীপ। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ১৭ তারিখ মালদহে ও ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন মোদি।

দিঘার জগন্নাথ মন্দির যাত্রার পর থেকেই দলে ‘ব্রাত্য’ দিলীপ। দলীয় কর্মসূচি-অনুষ্ঠানেও ডাক পেতেন না। বছর শেষে তাঁর ‘ভাগ্য’ বদলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর থেকেই বিজেপির অন্দরে আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের মুখে আবার প্রাক্তন রাজ্য সভাপতিকে পুরোদমে মাঠে নামাতে প্রস্তুত পদ্মশিবিরও। শাহ ফিরে যাওয়ার পর থেকেই দিলীপকে ঘিরে দলে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। ইকো পার্কে প্রাতভ্রমণে বেরোলে আবার তাঁকে ঘিরে লোক জড়ো হচ্ছে। যা গত কয়েক মাসে অনেকটাই কমে গিয়েছিল। অনুগামীরাই জানাচ্ছেন, দিলীপ চ-চক্রে আরও সক্রিয় হয়েছেন। লোকজনের আনাগোনাও বেড়েছে তাঁর নিউটাউনের বাসভবনে। বেড়েছে মোবাইলে ফোন আর মেসেজ আসাও। 

You might also like!