Entertainment

1 hour ago

Border 2 trailer: ২৭ বছর পর ফের যুদ্ধের দামামা, ‘বর্ডার ২’-এর ট্রেলারে পাকিস্তানের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে সানি দেওল

Border 2 released the film’s trailer
Border 2 released the film’s trailer

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের একবার দেশপ্রেমের আগুনে জ্বলে উঠল সিনেপর্দা। দীর্ঘ ২৭ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করল ঐতিহাসিক যুদ্ধচিত্রের সিক্যুয়েল ‘বর্ডার ২’। সদ্য প্রকাশিত ট্রেলারে আবারও সেনার পোশাকে দেখা গেল সানি দেওলকে। মেজর চাঁদপুরীর চরিত্রে তাঁর বজ্রনিনাদী সংলাপ ও আগ্রাসী উপস্থিতি মুহূর্তের মধ্যেই দর্শকদের ফিরিয়ে নিয়ে গেল ‘বর্ডার’-এর সেই চিরস্মরণীয় আবেগে। 

ট্রেলারের শুরু থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। হাতে ভারী মেশিন গান, চোখে অদম্য আত্মবিশ্বাস—সানি দেওলের কণ্ঠে শোনা যায় রগরগে সংলাপ, যা ইতিমধ্যেই নস্ট্যালজিয়ায় ভাসিয়েছে অনুরাগীদের। পাকিস্তানকে উদ্দেশ করে তাঁর হুঙ্কার ফের একবার প্রমাণ করে দিল, কেন তাঁকে এখনও বলিউডের ‘আলটিমেট দেশপ্রেমিক নায়ক’ বলা হয়। এই টিজারে  চাঁদপুরীর ভূমিকায় পাক মুলুককে সানির হুঙ্কার, “তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো পাঁঠা আমাদের এখানে ইদে কুরবানি হয়…।” 


এই ছবিতে সানি দেওলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও অহন শেট্টিকে। সীমান্তে দাঁড়িয়ে কীভাবে দেশের জন্য নিজেদের জীবন বাজি রাখেন ভারতীয় সেনারা—তারই ঝলক ধরা পড়েছে ট্রেলারের প্রতিটি ফ্রেমে। হাইভোল্টেজ অ্যাকশন, আবেগঘন মুহূর্ত এবং শক্তিশালী সংলাপ মিলিয়ে ট্রেলার যেন এক পূর্ণাঙ্গ যুদ্ধঘোষণা। পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। ছবির গল্প আবর্তিত হয়েছে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধকে কেন্দ্র করে। নির্মাতারা জানিয়েছেন, এই সিক্যুয়েলেও যুদ্ধের বাস্তবতা, সেনাদের আত্মত্যাগ ও দেশপ্রেমই থাকবে ছবির মূল চালিকাশক্তি। 

মেগাবাজেট এই ছবি মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে। উল্লেখ্য, মেগাবাজেট এই ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রানাও থাকছেন। ২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত হাত মিলিয়ে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় যুদ্ধচিত্রের সিক্যুয়েল ‘বর্ডার ২’-এর ঘোষণা করেছিলেন। ট্রেলার প্রকাশের পর থেকেই স্পষ্ট—‘বর্ডার ২’ শুধু একটি ছবি নয়, বরং আবেগ, গর্ব আর দেশপ্রেমের এক নতুন অধ্যায়। 


You might also like!