দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডি পর্দায় তাঁর উপস্থিতি মানেই যেন ‘চিনি কম’, কিন্তু ব্যক্তিত্বের ঝাঁঝ ষোলো আনা! উল্টোদিকে থাকা অভিনেতা কত বড় মেগাস্টার, তা নিয়ে তাব্বুর থোড়াই কেয়ার। ক্যামেরার সামনে তিনি দাঁড়ালে লাইমলাইট যেন চুম্বকের মতো তাঁর দিকেই টানে। তবসুম ফতিমা হাসমি ওরফে তাব্বু— বলিউডের এই নামটির সঙ্গেই জড়িয়ে আছে আভিজাত্য আর অভিনয়ের নিখুঁত রসায়ন।

বয়স পঞ্চাশের গণ্ডি পেরিয়েছে অনেক আগেই, কিন্তু তাব্বুর ক্ষেত্রে বয়স যেন কেবলই একটি সংখ্যা। বর্তমান প্রজন্মের প্রথম সারির নায়িকাদেরও অনায়াসে দশ গোল দিতে পারেন তিনি। আড়াই দশকের বেশি সময় ধরে নিজের সৌন্দর্য আর আবেদনে সিনেপাড়ার তাবড় পরিচালক-প্রযোজকদের ঘুম কেড়েছেন যিনি, সেই তাব্বুই কি না আজও জীবনসঙ্গী খুঁজে পেলেন না? এই প্রশ্নই ঘোরাফেরা করে তাঁর অগণিত অনুরাগীমহলে।তবে মনের মতো প্রেমিক না পেলেও কিন্তু তাব্বুর কোনও আক্ষেপ নেই। সম্প্রতি অভিনেত্রীর এক মন্তব্য ভাইরাল হয়েছে নেটভুবনে। তাব্বু নাকি বলেছেন যে, “আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিচ্ছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না। এই সিঙ্গল লাইফই চুটিয়ে উপভোগ করছি।” এহেন মন্তব্য ভাইরাল হওয়ার পরই প্রশ্নের মুখে পড়তে হয়েছে নায়িকাকে। যৌনচাহিদা নিয়ে এমন খুল্লমখুল্লা মন্তব্য? তাব্বুর নামে একেবারে ছিছিক্কার পড়ে গিয়েছে। এবার প্রশ্ন, অভিনেত্রী কি আদৌ সেকথা বলতে চেয়েছিলেন নাকি নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়ে নেটভুবনে অপভ্রংশের শিকার হয়েছেন তাব্বু?দিন কয়েক ধরেই এমন ধন্দ জারি নেটপাড়ায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, যে সাক্ষাৎকারের মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে আদৌ তেমন কিছু বলেননি তাব্বু। অভিনেত্রী শুধু বলেছিলেন, তিনি চুটিয়ে ব্যাচেলরহুড উপভোগ করছেন। তাই জীবনে কোনও পুরুষের দরকার আপাতত নেই তাঁর। আর মন্তব্যই ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে তিল থেকে তাল হয়ে নেটপাড়়ায় বিতর্কের স্ফুলিঙ্গ জ্বালিয়েছে।