Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Country

1 hour ago

Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির

Prime Minister Narendra Modi with newly elected BJP National President Nitin Nabin
Prime Minister Narendra Modi with newly elected BJP National President Nitin Nabin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নতুন বিজেপি সভাপতিকে ভূষিত প্রশংসায় ভাসালেন। সবচেয়ে কম বয়সী জাতীয় সভাপতি নীতীন নবীনকে ‘মিলেনিয়াল নেতা’ বলে অভিহিত করে মোদি বলেন, “দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতীন নবীন। দলীয়ভাবে বলতে গেলে, নীতীন নবীনই বস, আর আমি একজন দলের কর্মী।” 

প্রধানমন্ত্রী আরও বলেন, “আজকের তরুণদের ভাষায় বলতে গেলে, নীতীনজি নিজেই এক অর্থে মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের মানুষ যারা ভারতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত রূপান্তর প্রত্যক্ষ করেছে। তিনি সেই প্রজন্মের মানুষ যারা শৈশবে রেডিও থেকে তথ্য পেতেন আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন।” মোদি আরও বলেন, “নীতীনজি তারুণ্যের শক্তি এবং সাংগঠনিক কাজে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এটি আমাদের দলের প্রতিটি কর্মীর জন্য খুবই উপকারী হবে।” 

প্রসঙ্গত, নীতীন নবীনের পরিবার সম্পূর্ণ রাজনৈতিক। তার বাবা, নবীন কিশোর প্রসাদ সিনহা, বাঁকিপুরের পাঁচবারের অপরাজিত বিধায়ক ছিলেন। ১৯৮০ সালে জন্ম গ্রহণ করা নীতীন নবীন বর্তমানে বিজেপির সবচেয়ে অল্পবয়সী জাতীয় সভাপতি। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব গ্রহণ করলেন ৪৫ বছর বয়সী নীতীন। বিহারের নীতীশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসনে আরজেডির প্রার্থী রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারিয়ে তিনি জয়লাভ করেন। তিনি নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায়  ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অবস্থান করছেন। 

You might also like!