
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাসখানেক ধরে টলিউডে কার্যত ‘ব্রাত্য’ অনির্বাণ ভট্টাচার্য। প্রকাশ্যে না থেকেও চর্চার কেন্দ্রে অভিনেতা। এবার সেই জট খুলতে উদ্যোগী হলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দিন দুয়েক ধরেই টলিপাড়ায় কানাঘুষো—‘দেশু’ জুটির আসন্ন পুজোর ছবিতে নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন অনির্বাণ! সোমবারের ফেসবুক লাইভ সেই জল্পনাকে আরও উসকে দিল। স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেও, তাঁর কাস্টিং নিয়ে সরাসরি কিছু বলেননি দেব। তাই দেব-শুভশ্রীর লাইভের দিকেই তাকিয়ে ছিলেন অনুরাগীরা। লাইভেই প্রথমে প্রসঙ্গ তোলেন শুভশ্রী। প্রশ্ন ছুড়ে দেন, “আমাদের পুজোর ছবিতে কি অনির্বাণ ভট্টাচার্য থাকছে?”
এই প্রশ্নের জবাবেই অবশেষে নীরবতা ভাঙেন দেব। দেবের স্পষ্ট বার্তা, “ফেডারেশনের সঙ্গে ওর একটা মনোমালিন্য চলছে। আমি চাই, সবাই যেন সুস্থভাবে কাজ করতে পারে। আমি, জিৎ-দা আর বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) বাদ দিয়ে, ইন্ডাস্ট্রিতে নায়কই নেই! অঙ্কুশ, আবির, পরমব্রত সবাই চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি। সেখান থেকে একজন নায়ককে ব্যান করে দেওয়া মানে তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাওয়া। অনির্বাণ ১ বছরে হয়তো একাধিক কাজ করে। অন্তত ১০০ দিন কাজ করত। সেটাও বন্ধ। আগের দিন অনির্বাণের হয়ে ক্ষমা চাইলাম। একজন শিল্পীর কাছে সম্মান ছাড়া আর কী আছে! শিল্পীর থেকে সম্মান চলে গেলে সে ন্যাংটো হয়ে যাবে। বাঙালি শুধুই কী কাঁকড়ার জাত? আমরা তো বিপ্লবীর জাত ও ছিলাম। গতকাল অবধিও আমি ‘দেশু সেভেন’ টিমে অনির্বাণকে চাইছিলাম না, কিন্তু আজ আমি সত্যিই চাইছি অনির্বাণ কাজ করুক। ১০ মাস কাউকে ব্যান করলে সে সংসার চালাবে কী করে? ইন্ডাস্ট্রি, টেকনিশিয়ান সকলের কাছে আমার অনুরোধ, আমরা একটা বাজে উদাহরণ তৈরি করছি। ভবিষ্যৎ প্রজন্মকে কী উত্তর দেব? আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীও চান সকলে মিলেজুলে কাজ করুক। “
দেবের কথায় সায় দিয়ে শুভশ্রী বলেন, “যে বা যাঁরা অনির্বাণদা-কে ব্যান করেছেন, সবার কাছে হাতজোড় করে বলতে চাই, অনির্বাণদার মতো প্রতিভাবান একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির গর্ব। তাই অনিচ্ছাকৃতভাবে অনির্বাণদার মতো যাঁদের কাজ থেকে বিরতি নিতে হয়েছে, আমার মনে হয় এবার সেটা নিয়ে ভাবা উচিত। বড় মাথারা যাঁরা রয়েছেন, এই জটটা তাঁদের খোলা উচিত। এবার বিষয়টা শেষ হওয়ার সময় এসেছে।” দেব-শুভশ্রীর বক্তব্য থেকেই স্পষ্ট ইঙ্গিত—দেশুর পুজোর ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের প্রত্যাবর্তন হতে পারে। লাইভের শেষে দর্শকদের দিকেই প্রশ্ন ছুড়ে দেন তাঁরা, “আপনারা কী চান? বলুন।”
এদিকে লাইভের পরই অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কৌতূহল তুঙ্গে। ঠিক তখনই অভিনেতার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নেটপাড়ায় ঝড় তোলে। পোস্টে লেখা—‘পৃথিবীটা ভাল লোকেদের নয়।’ ক্যাপশনে অনির্বাণের সংক্ষিপ্ত মন্তব্য, ‘আমি মুরগি হলাম।’ এই পোস্ট কি চলতি বিতর্কের প্রতিফলন? প্রশ্ন উঠছে অনুরাগীদের মধ্যেই।
দিন কয়েক ধরেই শোনা যাচ্ছে, এবারও দেবের বিপরীতে ধূসর চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণকে। অতীতে কলাকুশলীদের বিরোধিতার জেরে ইন্ডাস্ট্রিতে অসহযোগিতার মুখে পড়লেও ‘রঘু ডাকাত’ ছবিতে ছাড় পেয়েছিলেন তিনি। এবার দেব-শুভশ্রীর আর্জিতে কি পুরোপুরি কাটবে সেই মেঘ? পুজোর আগে টলিউডের সবচেয়ে বড় প্রশ্ন এখন সেটাই।
