
কলকাতা, ১২ জানুয়ারি : পশ্চিমবঙ্গের গৌরব ফেরাতে তৃণমূলের অপসারণ প্রয়োজন, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, "একসময় বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও রামমোহনের মতো মানুষেরা এই ভূমিতে বিচরণ করতেন। এখন ফাইল চোর, কয়লা চোরেরা এই ভূমিতে ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানকার পরিবেশটাই এমন।"
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকালে স্বামী বিবেকানন্দের ১৬৪-তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্রে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
সুকান্ত মজুমদার বলেন, "বাংলার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার এটাই উপযুক্ত সময়। আমাদের এই ভূমিকে বিবেকানন্দের ভূমিতে পরিণত করতে হবে। আমাদের উচিত বাংলাকে আবারও সাংস্কৃতিক বিপ্লব ও শিক্ষা বিপ্লবের কেন্দ্রবিন্দুতে পরিণত করার চেষ্টা করা এবং আজই সেই শুভ দিন, যেদিন আমাদের এই শপথ গ্রহণ করা উচিত। আর এটি করার জন্য আমাদের সেইসব ব্যক্তিদের সরাতে হবে যারা এই সমস্ত কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং আমি মনে করি পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে তৃণমূল কংগ্রেস সরকারকে অপসারণ করা প্রয়োজন।"
