
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : কনকনে ঠান্ডার মধ্যেই সোমবার সকালে ভূমিকম্প অনুভূত হল রাজধানীতে। এদিন সকাল সাড়ে আটটার কিছু পরে হয় এই কম্পন টের পাওয়া যায় দিল্লি-এনসিআর অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল ৮.৪৪ মিনিট নাগাদ ২.৮ তীব্রতর ভূমিকম্প অনুভূত হয় দিল্লি ও আশেপাশের এলাকায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরতায়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
