
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৯ বছরের বিরতির পর বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এই ভোটের শুরুতেই ভোট দিয়ে যান বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। বরাবরই নির্বাচনের দিন সকালে প্রথমে ভোট দিতে দেখা যায় তাঁকে, এবারও ব্যতিক্রম হয়নি। আর ভোট দিয়ে বেরনোর সময়ই হঠাৎ এক ভক্ত অক্ষয়ের পা ধরে কাতর আর্জি জানান।
ভোট দেওয়ার পর গাড়িতে ওঠার সময় এক ভক্ত অক্ষয়ের কাছে এগিয়ে আসেন। তার হাতে ছিল একটি সাদা কাগজ। মহিলা ভক্ত কাতরভাবে জানান, “আমার বাবা ঋণের ভারে জর্জরিত, দয়া করে তাঁকে সাহায্য করুন।” এই মানবিক আবেদন শুনে অক্ষয় অবিচল থাকেননি। তিনি বলেন, তার ফোন নম্বর অক্ষয়ের টিমের একজন সদস্যকে দিয়ে রাখতে এবং আশ্বাস দেন, ভক্তের সঙ্গে যোগাযোগ করা হবে। এরপর ভক্ত রীতিমতো অক্ষয়ের পা ধরেন। এই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা অক্ষয়কে প্রশংসায় ভরিয়েছেন।

প্রসঙ্গত, ভোট দিয়ে বেরোনোর সময় অক্ষয় পাপারাজ্জিদের মুখোমুখি হন। জুহুর গান্ধী শিক্ষা সদনে ভোট দেওয়ার পর তিনি বলেন, “আজ সেই দিন যেদিন জনগণ কথা বলবে। মুম্বইবাসীদের অনুরোধ, সকলে ভোট দিয়ে সঠিক প্রার্থী নির্বাচন করুন। যাতে ভবিষ্যতে কোনও অভিযোগ না থাকে।” এই ঘটনা অক্ষয় কুমারের জনপ্রিয়তা ও মানবিক দৃষ্টিভঙ্গি উভয়ই তুলে ধরেছে। ভোট ও ভক্তের সঙ্গে এই মুহূর্ত সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।
