
কলকাতা, ১৯ জানুয়ারি : ইন্দোরে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে আরও একটি সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। সেই সঙ্গে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আরও সমৃদ্ধ করলেন কোহলি। করলেন ৫৪তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সব মিলিয়ে সেঞ্চুরি হলো ৮৫টি। ওয়ানডেতে এই নিয়ে ভিন্ন ৩৫টি ভেন্যুতে সেঞ্চুরি করলেন তিনি। ভিন্ন ৩৪টি মাঠে সেঞ্চুরি আছে টেন্ডুলকারের। রোহিত শার্মার আছে ২৬টিতে। রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ২১টি করে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৩৬ ইনিংসে কোহলির সপ্তম সেঞ্চুরি এটি। দলটির বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এককভাবে চূড়ায় উঠলেন তিনি। কিউইদের বিপক্ষে ৫০ ইনিংসে ৬টি সেঞ্চুরি আছে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিংয়ের। প্রাক্তন ভারতীয় ওপেনার বিরেন্দার শেবাগ ৬টি সেঞ্চুরি করেছেন ২৩ ইনিংসে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে কোহলির সেঞ্চুরি হলো ১০টি। এটিও নতুন রেকর্ড। দলটির বিপক্ষে ৯টি করে সেঞ্চুরি আছে টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও জো রুটের। ভারতের মাটিতে কোহলির ওয়ানডে সেঞ্চুরি এখন ২৭টি। ২০টি সেঞ্চুরি নিয়ে এখানে দুইয়ে আছেন টেন্ডুলকার।
ওয়ানডের রাজা কোহলি এই সংস্করণে রান তাড়ায় সেঞ্চুরি করে ফেললেন ২৯টি। এখানে তার ধারেকাছে কেউ নেই। ১৭টি করে আছে টেন্ডুলকার ও রোহিতের। তাদের পরে ক্রিস গেইলের আছে ১২টি।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ৫০ ওভারের ক্রিকেটে এই নিয়ে সবশেষ আট ইনিংসে চারটি সেঞ্চুরি করলেন কোহলি। এর তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে, একটি ভিজায় হাজারে ট্রফিতে। আর সবশেষ ৯ ইনিংস বিবেচনায় নিলে, ৮টিতেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি।
