Game

1 hour ago

La Liga: লা লিগা, এমবাপে-আসেন্সিওর গোলে জয়ে ফিরল রিয়াল

La Liga
La Liga

 

সান্তিয়াগো, ১৮ জানুয়ারি :অবশেষে সান্তিয়াগো বের্নাবেউয়ে নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেকে জয় পেল ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। লিগার ম্যাচে শনিবার ম্যাচে ২-০ গোলে জিতেছে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে সফল স্পট কিকে এমবাপে স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর, চমৎকার হেডে ব্যবধান বাড়ান রাউল আসেন্সিও। ২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা। শিরোপাধারীরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় রিয়াল, এর ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল লেভান্তে ১০ শটের কোনওটিই লক্ষ্যে রাখতে পারেনি।

You might also like!