
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র প্রতিষ্ঠা দিবসে শুভকামনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে এক্স মাধ্যমে অমিত শাহ জানান, এনডিআরএফ দেশের আস্থার স্তম্ভ হয়ে উঠেছে। এনডিআরএফ জওয়ানদের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন এক্স মাধ্যমে জানান, এনডিআরএফ-এর প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের আন্তরিক শুভেচ্ছা। দুর্যোগ-সহনশীল ভারত গড়ে তোলার ক্ষেত্রে মোদী সরকারের সংকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে, এনডিআরএফ এখন দুর্যোগের সময় দেশের নির্ভরযোগ্য আস্থার স্তম্ভ হয়ে উঠেছে। অন্যদের নিরাপত্তার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা।

Warm greetings to the personnel of @NDRFHQ on Raising Day. Through its significant role in realizing the Modi govt's resolve to build a disaster-resilient India, the NDRF has today become the pillar of trust the nation relies on during calamities. Salute to the martyrs who… pic.twitter.com/FAMVxLTPtu
— Amit Shah (@AmitShah) January 19, 2026
