Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Festival and celebrations

1 hour ago

Saraswati Puja 2026: লোকাচার না স্বাস্থ্যবিধি? বাগদেবীর আরাধনায় কুল খাওয়া নিয়ে বাঙালির প্রাচীন বিশ্বাস আজও প্রাসঙ্গিক

Avoid Eating Jujube Before Saraswati Puja
Avoid Eating Jujube Before Saraswati Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাঘ মাস এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় সরস্বতী পুজোর প্রস্তুতি। বিদ্যার দেবী বাগদেবীর আরাধনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কুল খাওয়ার রীতি। বহু বাঙালি পরিবারে আজও বিশ্বাস করা হয়, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষিদ্ধ। পলাশপ্রিয়ার পুজোর দিনই প্রথম কুল মুখে তোলা হয়—এ যেন এক প্রাচীন লোকাচার।

এই রীতির পিছনে শুধু ধর্মীয় বিশ্বাস নয়, রয়েছে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত কারণও। সাধারণত মাঘ মাসের শুরুতে কুল পুরোপুরি পাকে না। কাঁচা বা আধাপাকা কুল খেলে হজমের সমস্যা, পেটের গোলমাল কিংবা গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। শীতের শেষ দিকে শরীর এমনিতেই সংবেদনশীল থাকে, তখন অপরিপক্ব ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

পুজোর সময় অর্থাৎ মাঘ মাসের মাঝামাঝি নাগাদ কুল সম্পূর্ণ পাকতে শুরু করে। তখন এর স্বাদ যেমন ভালো হয়, তেমনই পুষ্টিগুণও শরীরের পক্ষে উপকারী হয়ে ওঠে। তাই সরস্বতী পুজোর দিন কুল খাওয়ার রীতি গড়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ধর্মীয় আচার ও ঋতুচক্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই লোকাচার তৈরি হয়েছে। বিশ্বাস ও বিজ্ঞান—দুইয়ের মেলবন্ধনেই আজও বাঙালির জীবনে সরস্বতী পুজো ও কুল খাওয়ার রীতি সমান গুরুত্ব নিয়ে অটুট আছে। 


You might also like!