Festival and celebrations

1 hour ago

Saraswati Puja 2026: বসন্ত পঞ্চমীতে প্রেম প্রত্যাখ্যানের ভয় নেই! রইল সরস্বতী পুজোয় আকর্ষণ বাড়ানোর সহজ সাজ-টিপস

Basant Panchami Love Tips
Basant Panchami Love Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাঙালির জীবনে সরস্বতী পুজো শুধু বিদ্যার আরাধনাই নয়, বহু তরুণ-তরুণীর কাছে এই দিনটি যেন নিঃশব্দ প্রেমের উৎসব। বছরের বাকি সময়ে যাঁকে স্কুল বা টিউশনে যাওয়া-আসার পথে একঝলক দেখার জন্য মন উতলা হয়ে থাকে, বসন্ত পঞ্চমীর দিনে তাঁকে কাছ থেকে দেখার সুযোগ মেলে অনেকটা সময় জুড়ে। তাও আবার একেবারে অন্য রূপে। কৈশোরে এই একটিমাত্র দিনেই পছন্দের মেয়েটিকে শাড়িতে দেখার সৌভাগ্য হয় অনেকের।

কারও কাছে এই দিনটি শুধুই দূর থেকে তাকিয়ে থাকার আনন্দে ভরপুর। আবার কেউ সাহস জোগাড় করে মনের কথাটুকু প্রকাশ করেও ফেলে। কত অজানা ভালোলাগা যে সরস্বতী পুজোর দিনেই প্রেমের রূপ নেয়, তার ইয়ত্তা নেই। তবে উল্টো অভিজ্ঞতাও যে হয় না, তা নয়—প্রত্যাখ্যানের গল্পও কম শোনা যায় না।

তবে জানেন কি, একটু পরিকল্পনা করে নিজেকে ঠিকভাবে সাজিয়ে তুলতে পারলে সেই প্রত্যাখ্যানের ভয় অনেকটাই কমে যায়? বরং পছন্দের মানুষটির মনে আলাদা জায়গা করে নেওয়াও সম্ভব।


কীভাবে নিজেকে উপস্থাপন করবেন জেনে নিন নিম্নলিখিত টিপস্ থেকে -

১. সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির প্রেমদিবস আবার পাঞ্জাবি ছাড়া হয় না কি। ভুলেও শার্ট-প্যান্টে সাজবেন না। সকালে বাসন্তী বা হলুদ রঙের পাঞ্জাবিতে পরবেন। চেষ্টা করবেন অন্য রং এড়িয়ে যাওয়ার। পাঞ্জাবির সঙ্গে পায়জামা মাস্ট। ভুলেও জিন্স পরতে যাবেন না। স্টাইলের জন্য নিতে পারেন শাল। সানগ্লাস পরতে পারেন। তবে অবশ্যই তা পাঞ্জাবির সঙ্গে মানানসই হতে হবে। জুতোর দিকেও নজর দিতে হবে। অবশ্যই চপ্পল স্টাইলের জুতো পরবেন। ভুলেও পা ঢাকা কিছু পরবেন না। শীত বলে আবার মোজা পরে বসবেন না যেন!

২. সুগন্ধীর ছাতছানি এড়ানো বড্ড কঠিন। মনে রাখবেন প্রেমে পারফিউমের ভূমিকা অনস্বীকার্য।  বিচ্ছেদের বহু বছর পরও স্রেফ চেনা পারফিউমের গন্ধ মুহূর্তে টাটকা করে তোলে প্রাক্তনের স্মৃতি। তাই সরস্বতী পুজোর দিন সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রে সর্তক হোন। খুব উগ্রের গন্ধের কোনও পারফিউম ব্যবহার করবেন না ভুলেও। মনে রাখবেন, আপনি সরস্বতী পুজোর জন্য সাজছেন, বিয়ে বাড়ির জন্য নয়।

৩. কনফিডেন্ট হওয়া ভালো, তবে তা যেন সামী না পেরোয়। ক্রাশকে ইমপ্রেস করতে এমন আচরণ করবেন না যাতে সে আঘাত পায়। মনে রাখবেন, সঙ্গী হিসেবে শান্ত, ম্যাচুউর কাউকেই পছন্দ করে মেয়েরা। চোখের ভাষায় মনের কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন।

৪. এই দিনে ভুলেও কোনও নেশা নয়। যাদের সিগারেট খাওয়ার প্রবণতা আছে, তারা চেষ্টা করুন এড়িয়ে যাওয়ার। পছন্দের মানুষটার যদি তামাকজাত দ্রব্যের গন্ধে অস্বস্তি বোধ হয়ে তাহলে কিন্তু প্রস্তাব দেওয়ার আগেই বিচ্ছেদ অনিবার্য। তাই কেউ যদি সিগারেট খেয়েও ফেলেন অবশ্যই মাউথ ফ্রেশনার ব্যবহার করুন। আর কিছু না ভেবেই খোলা খাতার মতো মনের কথা তুলে ধরুন তাঁর সামনে, দেখবেন সে আপনাকে ফেরাতেই পারবে না।

You might also like!