Festival and celebrations

1 hour ago

Saraswati Puja 2026: মা সরস্বতীর আশীর্বাদে এবার হবে স্বপ্নপূরণ! বাস্তু মেনে বাড়ি আনুন এই ৫ জিনিস, উজ্জ্বল হবে ক্যারিয়ার

Goddess Saraswati
Goddess Saraswati

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২৩ জানুয়ারি ২০২৬, সরস্বতী পুজো। সাধারণত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগ্‌দেবীর বন্দনা করা হয়। মা সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবীবিদ্যার দেবী সরস্বতী হলেন জ্ঞান, বুদ্ধি এবং সৃজনশীলতার প্রতীক। তাঁর আশীর্বাদ ছাড়া কোনো কাজেই নিপুণতা আসা অসম্ভব। সাধারণত শিক্ষার্থীরাই এই পুজোর মূল আকর্ষণ হলেও, আপনি কি জানেন যে এই বিশেষ দিনে কিছু জিনিস বাড়িতে আনলে আপনার পেশাদার জীবনেও আমূল পরিবর্তন আসতে পারে?

কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির উদ্দেশ্যে সরস্বতী পুজোর দিন বাড়িতে কোন জিনিসগুলি নিয়ে আসবেন?
দেবী সরস্বতীর একটি মূর্তি এই দিন বাড়িতে আনতে পারেন। যাঁদের বাড়িতে বিদ্যার দেবীর পুজো করা হয় না, তাঁরাও দেবীর একটি মূর্তি সেই দিন বাড়িতে নিয়ে আসুন। সেটিকে হলুদ ফুল দিয়ে পুজো করুন ও নৈবেদ্য দিন। এর ফলে কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির পথ প্রশস্ত হবে।
এই দিন একটা আতরের বোতল এনে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরবর্তী কালে যে কোনও গুরুত্বপূর্ণ কাজ বা চাকরির পরীক্ষা, ইন্টারভিউয়ে যাওয়ার সময় সেই আতর গায়ে মেখে যান। সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।
যাঁদের বাড়িতে পুজো হয়, তাঁরা এই দিন বাড়িতে একটি লাল কালির পেন এনে মায়ের পায়ের কাছে রাখুন। পরে সেই পেনটি সব সময় নিজের সঙ্গে রেখে দিন। বিশেষ করে কোনও চাকরির ইন্টারভিউয়ে গেলে পেনটি তখন নিজের সঙ্গে নিয়ে যান। সফলতা প্রাপ্তিতে সুবিধা হবে।
সরস্বতী পুজোর দিন বাড়িতে কোনও হলুদ রঙের ফুলগাছের চারা এনে লাগাতে পারেন। সেটি সম্ভব না হলে হলুদ রঙের ফুল এনেও সাজিয়ে রাখতে পারেন। হলুদ ফুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। এই দিন বাড়িতে হলুদ ফুল আনলে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটে। চাকরির ক্ষেত্রেও সুবিধা হয়।
যে হেতু সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবী, তাই এই দিন বাড়িতে সে সম্পর্কিত কোনও জিনিস আনলেও খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস। বিশেষ করে, বিদ্যা সম্পর্কিত জিনিস আনলে মনের মতো চাকরি পেতে সুবিধা হয় বলে মনে করা হয়।

You might also like!