Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Technology

1 hour ago

Amazon: গ্রেট রিপাবলিক ডে সেলে আমাজনের ধামাকা অফার, স্মার্টফোন থেকে অ্যাক্সেসরিজ—সবই মিলবে বড় ছাড়ে

Amazon Republic Day Sale 2026
Amazon Republic Day Sale 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতি বছর সাধারণতন্ত্র দিবস এলেই ই-কমার্স সংস্থাগুলির তরফে একের পর এক আকর্ষণীয় অফারের বন্যা বইতে শুরু করে। চলতি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী শুক্রবার, ১৬ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে আমাজনের Great Republic Day Sale। বিশেষ করে যাঁরা কম দামে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সেল নিঃসন্দেহে সুবর্ণ সুযোগ। আমাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্রেট রিপাবলিক ডে সেল ১৬ জানুয়ারি থেকে সমস্ত গ্রাহকদের জন্য শুরু হবে। তবে প্রাইম মেম্বারদের জন্য থাকছে বিশেষ সুবিধা। তাঁরা রাত ১২টা বাজলেই সেলের কেনাকাটা শুরু করতে পারবেন। মোবাইল ফোনের পাশাপাশি স্মার্টওয়াচ, ওয়াশিং মেশিন, ইয়ারবাড, এসি, ট্যাবলেট এবং ল্যাপটপেও মিলবে আকর্ষণীয় ছাড়।

সেলের সময় একাধিক জনপ্রিয় স্মার্টফোন পাওয়া যাবে কম দামে। স্যামসাং গ্যালাক্সি A55 5G কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়। ওয়ানপ্লাস ১৫-এর দাম রাখা হয়েছে ৬৮,৯৯৯ টাকা, তবে ক্রেডিট কার্ড EMI নিলে মিলবে অতিরিক্ত ৪ হাজার টাকা ছাড়। আইকিউওও ১৫ পাওয়া যাবে ৬৫,৯৯৯ টাকায়, যেখানে ব্যাঙ্ক অফারে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। বাজেট সেগমেন্টে রিয়েলমি নারজো ৮০ লাইট 5G মিলবে মাত্র ১১,৪৯৯ টাকায়। শুধু স্মার্টফোন নয়, মোবাইল অ্যাক্সেসরিজেও থাকছে নজরকাড়া অফার। চার্জিং অ্যাক্সেসরিজে মিলবে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। স্ক্রিন প্রোটেক্টর ও ফোন কেস বা কভার পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়। শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি-সহ একাধিক নামী ব্র্যান্ডের অ্যাক্সেসরিজে মিলবে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। সব মিলিয়ে, সাধারণতন্ত্র দিবসের এই বিশেষ সেলে প্রযুক্তিপ্রেমীদের জন্য সত্যিই ‘জলের দরে ফলের রস’ পাওয়ার সুযোগ এনে দিচ্ছে আমাজন

You might also like!