
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রতি বছর সাধারণতন্ত্র দিবস এলেই ই-কমার্স সংস্থাগুলির তরফে একের পর এক আকর্ষণীয় অফারের বন্যা বইতে শুরু করে। চলতি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী শুক্রবার, ১৬ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে আমাজনের Great Republic Day Sale। বিশেষ করে যাঁরা কম দামে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সেল নিঃসন্দেহে সুবর্ণ সুযোগ। আমাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্রেট রিপাবলিক ডে সেল ১৬ জানুয়ারি থেকে সমস্ত গ্রাহকদের জন্য শুরু হবে। তবে প্রাইম মেম্বারদের জন্য থাকছে বিশেষ সুবিধা। তাঁরা রাত ১২টা বাজলেই সেলের কেনাকাটা শুরু করতে পারবেন। মোবাইল ফোনের পাশাপাশি স্মার্টওয়াচ, ওয়াশিং মেশিন, ইয়ারবাড, এসি, ট্যাবলেট এবং ল্যাপটপেও মিলবে আকর্ষণীয় ছাড়।
সেলের সময় একাধিক জনপ্রিয় স্মার্টফোন পাওয়া যাবে কম দামে। স্যামসাং গ্যালাক্সি A55 5G কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়। ওয়ানপ্লাস ১৫-এর দাম রাখা হয়েছে ৬৮,৯৯৯ টাকা, তবে ক্রেডিট কার্ড EMI নিলে মিলবে অতিরিক্ত ৪ হাজার টাকা ছাড়। আইকিউওও ১৫ পাওয়া যাবে ৬৫,৯৯৯ টাকায়, যেখানে ব্যাঙ্ক অফারে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। বাজেট সেগমেন্টে রিয়েলমি নারজো ৮০ লাইট 5G মিলবে মাত্র ১১,৪৯৯ টাকায়। শুধু স্মার্টফোন নয়, মোবাইল অ্যাক্সেসরিজেও থাকছে নজরকাড়া অফার। চার্জিং অ্যাক্সেসরিজে মিলবে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। স্ক্রিন প্রোটেক্টর ও ফোন কেস বা কভার পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়। শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি-সহ একাধিক নামী ব্র্যান্ডের অ্যাক্সেসরিজে মিলবে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। সব মিলিয়ে, সাধারণতন্ত্র দিবসের এই বিশেষ সেলে প্রযুক্তিপ্রেমীদের জন্য সত্যিই ‘জলের দরে ফলের রস’ পাওয়ার সুযোগ এনে দিচ্ছে আমাজন।
