Country

1 hour ago

Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে বোমার হুমকি, সোশাল মিডিয়ার পোস্টে আতঙ্ক, গ্রেপ্তার এক

Puri's Jagannath Temple
Puri's Jagannath Temple

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুরীর জগন্নাথ মন্দির উড়ে যাবে বোমায়! সমাজমাধ্যমে একটি ফেসবুক পোস্ট এহেন মন্তব্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমানসে। বিষয়টি ভাইরাল হতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তল্লাশি শুরু করে পুলিশ। তবে তদন্তে জানা গেছে, কোথাও কোনও বোমা পাওয়া যায়নি। ভক্ত সমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি তাঁদের আশ্বস্ত করা হয়েছে। 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পুরীর জগন্নাথ মন্দিরকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই পোস্টে বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার ওপরও হামলার হুমকি দেওয়া হয়। চোখে পড়ামাত্র সাংসদ নিজেই পুলিশের দ্বারস্থ হন। তদন্তে দেখা যায়, এই পোস্টটি করা হয়েছে এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে। মহিলার সঙ্গে এই পোস্টের সরাসরি কোনো সম্পর্ক না থাকায় তিনি জানান, তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। পুলিশ মহিলার দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে সাইবার থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে, কীভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে এই হুমকি দেওয়া হয়েছে তা জানার জন্য। 

পুরীর মন্দিরে ভক্ত সমাগম ও আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাংসদ শুভাশিস খুঁতিয়া পুলিশ সুপারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ঘটনাটি দেখেছেন। একইসঙ্গে ফোনের মাধ্যমে তাঁকেও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ ও সাইবার টিম একযোগে তদন্ত চালাচ্ছে, তবে আপাতত নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই বলে জানানো হয়েছে। ঘটনার দ্রুত সমাধান এবং সন্দেহভাজনের গ্রেপ্তারের মাধ্যমে পুরীর মন্দিরে নিরাপত্তা অপরিবর্তিত রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সোশাল মিডিয়ায় অপব্যবহারের বিষয়ে সতর্কতার আহ্বান জানানো হয়েছে।  

You might also like!