
নয়াদিল্লি, ২১ জানুয়ারি : উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বুধবার কর্ণাটক সফরে আসছেন। কর্ণাটক সফরের সময় উপরাষ্ট্রপতি তুমাকুরুর শ্রী সিদ্ধগঙ্গা মঠে শ্রী শিবকুমার মহাস্বামীর সপ্তম স্মারক দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর এই দিনই বিকেলে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বেঙ্গালুরুতে সি এম আর ইনস্টিটিউট অফ টেকনোলজির রজতজয়ন্তী উদযাপনে যোগ দেবেন।
