
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের চিরসবুজ বাদশা শাহরুখ খান, যাঁর বয়স কেবল একটি সংখ্যা, অনুরাগীদের কাছে তিনি এক প্রজন্মের প্রেমের সংজ্ঞা। কিন্তু সম্প্রতি সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর সঙ্গে ঘটে এমন ঘটনা ঘটল যা নেটপাড়ায় ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে শাহরুখকে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যায়। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। ঠিক সেই সময় উপস্থিত ছিলেন তুরস্কের অভিনেত্রী হান্দে এরচেলও, যিনি নিজের ক্যামেরায় এই দৃশ্য ধারণ করেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনরা তখন ধরে নেন, বিদেশেও শাহরুখের ভক্ত সংখ্যা কম নয়, আর হান্দে যেন বাদশার একনিষ্ঠ অনুরাগী। কিন্তু ঘটনার আসল সত্য ছিল অন্যরকম। হান্দে সোশাল মিডিয়ায় জানান, তিনি একেবারেই শাহরুখের ভক্ত নন। মঞ্চে থাকা আমিনা খলিল তাঁর বন্ধু, আর তিনি শুধু তাঁকেই ক্যামেরাবন্দি করছিলেন। পোস্টেই হান্দে লিখেছেন, “কে এই কাকুটা?”

হান্দের এই মন্তব্য স্বাভাবিকভাবেই নেটপাড়ায় উত্তেজনার ঝড় তোলে। তুরস্কের অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে একাংশ নেটিজেন প্রশ্ন তোলেন, ‘না চিনেই কাকু বলে সম্বোধন করছেন? জানেন উনি কে?’, কেউ আবার বলেছেন ‘ওনার জায়গায় পৌঁছাতে আপনার সাত জন্ম লাগবে।’রিয়াধের মঞ্চের এই ছোট মুহূর্তেই এক নতুন বিতর্কের জন্ম দিল। শাহরুখ খান যেখানে দেশের সীমানা ছাড়িয়ে অনুরাগীদের হৃদয়ে রাজত্ব করেন, সেখানে ‘কাকু’ সম্বোধন দুনিয়ার অন্য প্রান্তে নেটপাড়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
